সুন্নিয়ত প্রতিষ্ঠার আন্দোলনের পাশাপাশি প্রত্যেককে দেশপ্রেমিক সুনাগরিক হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে ---- বাংলাদেশ ইসলামী ফ্রন্ট 

আপলোড সময় : ২২-০২-২০২৫ ০৪:২৭:৩৪ অপরাহ্ন , আপডেট সময় : ২২-০২-২০২৫ ০৪:২৭:৩৪ অপরাহ্ন

 

গাজী জাহাঙ্গীর আলম জাবির, কুমিল্লা।।

অহিংস , শান্তিপ্রিয়  এবং সুন্নীয়ত প্রতিষ্ঠার আন্দোলনে নিবেদিত বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা কুমিল্লা জেলা কমিটির অভিষেক অনুষ্ঠান ২১ ফেব্রুয়ারি (শুক্রবার) বিকেলে নগরীর চকবাজারস্থ গোমতী রোটারী ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুমিল্লা জেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের উপদেষ্টা এবং বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার অন্যতম শুভাকাঙ্ক্ষী আলহাজ্ব শাহ্ মোহাম্মদ আলমগীর খাঁন মাইজভান্ডারী।

উদ্বোধক ছিলেন, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, কুমিল্লা মহানগরীর সভাপতি জননেতা মাওলানা কাজী মোহাম্মদ আবু ছালেহ।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে শপথ বাক্য পাঠ করান, বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার কেন্দ্রীয় সভাপতি ছাত্রনেতা মোঃ আনোয়ার হোসাইন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের কুমিল্লা জেলা কমিটির সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মাছুম বিল্লাহ মিয়াজী, জেলার যুগ্ম সাংগঠনিক সম্পাদক কলামিস্ট গাজী মুহাম্মদ জাহাঙ্গীর আলম জাবির ও সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মাওলানা মোঃ নুরুল ইসলাম সুমন। 

বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা কুমিল্লা জেলা কমিটির নবনির্বাচিত সভাপতি ছাত্রনেতা মুহাম্মদ মইনুদ্দিন এর সভাপতিত্বে ও দপ্তর সম্পাদক হাফেজ মোঃ ইমরান হোসেন এর উপস্থাপনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, কুমিল্লা মহানগর অর্থ সম্পাদক ডাঃ মোঃ আবু হানিফ, সদস্য মোঃ লিটন, জেলা ছাত্রসেনার সাবেক সভাপতি মোঃ জাবের হোসেন,নবনির্বাচিত সাধারণ সম্পাদক মোহাম্মদ জয়নাল আবেদীন, সহ-সভাপতি মোঃ দাউদ মিয়াজী, হাফেজ মোহাম্মদ ইউসুফ রেজা, মোঃ কামাল হোসেন, মোহাম্মদ ইয়াছিন, মোঃ মেহেদী হাসান শরীফ, মোঃ জামাল হোসেন, মোঃ মেহেদী হাসান, মোঃ মোশাররফ হোসেন রনি , মোঃ খাইরুল বাসার প্রমুখ।

এসময় বক্তারা বলেন, ইসলামের সঠিক রূপরেখা আহলে সুন্নাত ওয়াল জামাতের আদর্শ বাস্তবায়নের আন্দোলনের পাশাপাশি প্রত্যেক সেনাকর্মীকে দেশপ্রেমিক সুনাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। সুশিক্ষা অর্জন ও সুন্দর চরিত্রের অধিকারী হয়ে দুনিয়া ও আখিরাতে সফলকাম হওয়ার আহ্বান জানান।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com,  dainikbarisalerpran@gmail.com