
হাবিবুর রহমান হানিফ
নেত্রকোণা প্রতিনিধি।
নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলা যুবলীগের সাবেক সভাপতি মো. ইজাজুল হক রয়েলকে (৫০) আটক করেছে পুলিশ।
সোমবার রাত সাড়ে ৮টার দিকে পৌরশহর থেকে তাকে আটক করা হয়।
মোহনগঞ্জ থানার ওসি মো. আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, ইজাজুল হক রয়েলকে আটক করে থানা হাজতে রাখা হয়েছে। তাকে মামলায় গ্রেপ্তার দেখিয়ে মঙ্গলবার সকালে আদালতে পাঠানো হবে।