​বোয়ালখালীতে মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রির অপরাধে চার ফার্মেসিকে জরিমানা

আপলোড সময় : ০২-০২-২০২৫ ০৯:২৩:৪১ অপরাহ্ন , আপডেট সময় : ০২-০২-২০২৫ ০৯:২৩:৪১ অপরাহ্ন




এম মনির চৌধুরী রানা চট্টগ্রাম 

চট্টগ্রামের বোয়ালখালীতে মেয়াদোত্তীর্ণ ও নিষিদ্ধ ঔষধ বিক্রির অপরাধে উপজেলার ৪ ফার্মেসিকে ৭০ হাজার টাকা জরিমানা করেছেন, 
ভ্রাম্যমাণ আদালত। আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কানিজ ফাতেমা।

আজ রোববার (২ ফেব্রুয়ারি) শাকপুরা ইউনিয়নের, শাকপুরা, আমুচিয়া ইউনিয়নের, কানুনগোপাড়া এলাকায় এ জরিমানা করা হয়। ঔষধ প্রশাসনের মোহাম্মদ আবিদ আহসান ও বোয়ালখালী থানা পুলিশের সহযোগিতায় এ আদালত পরিচালনা করা হয়। অভিযানে ৪ টি ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ও নিষিদ্ধ ওষুধ বিক্রির অপরাধে শাকপুরার জিন্নাত সুলতানাকে ২০ হাজার, মিটু ভট্রাচার্য্যকে ২০ হাজার, কানুনগোপাড়া রয়েল দাশকে ১০ হাজার, সুমন মজুমদারকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

বোয়ালখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কানিজ ফাতেমা বলেন, শাকপুরা ও কানুনগোপাড়া এলাকার ৪ টি ফার্মেসিকে মেয়াদোত্তীর্ণ ও নিষিদ্ধ ঔষধ বিক্রির দায়ে ঔষধ ও কসমেটিক্স আইন ২০২৩ এর আইনে ৭০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। আনুমানিক ৭০ হাজার টাকার জব্দ মেয়াদোত্তীর্ণ ও নিষিদ্ধ ওষুধ পুড়িয়ে নষ্ট করা হয়েছে।







 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com,  dainikbarisalerpran@gmail.com