রাজশাহীতে অসুস্থ ঈগল পাখি উদ্ধার বন বিভাগে হস্তান্তর

আপলোড সময় : ২৯-০১-২০২৫ ১২:১১:৩৩ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৯-০১-২০২৫ ১২:১১:৩৩ পূর্বাহ্ন


মাসুদ রানা রাব্বানী; রাজশাহী: রাজশাহী নগরের হড়গ্রাম ব্যাংকপাড়ার বাসিন্দা সুজন ইসলামের বাড়ির উঠোনে অসুস্থ অবস্থায় পড়ে ছিল একটি ঈগল। অসুস্থ ঈগলটি নিয়ে কী করবেন ভেবে না পেয়ে সুজন ফোন করেন থানায়। পরে নগরের কাশিয়াডাঙ্গা থানা-পুলিশ পাখিটিকে উদ্ধার করে বন বিভাগের কাছে হস্তান্তর করেছে।

সোমবার (২৭ জানুয়ারি) সন্ধ্যায় ঈগল পাখিটি বন বিভাগে হস্তান্তর করা হয়। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) সাবিনা ইয়াসমিন জানান, সোমবার বিকেলে সুজন ইসলামের বাড়িতে অসুস্থ ঈগলটি পড়ে থাকার খবর পায় কাশিয়াডাঙ্গা থানা-পুলিশ। খবর পেয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন দ্রুত বাড়িটিতে পুলিশ পাঠান। পরে পাখিটিকে উদ্ধার করে থানায় নেওয়া হয়।

তিনি আরো জানান, থানায় পাখিটির প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়। এছাড়া প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য রাজশাহী বন বিভাগের সঙ্গে যোগাযোগ করা হলে বন্যপ্রাণী পরিদর্শক জাহাঙ্গীর কবির থানা থেকে পাখিটি গ্রহণ করেন। বন বিভাগ পাখিটির চিকিৎসার ব্যবস্থা করবে বলে তিনি পুলিশকে জানিয়েছেন।


 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]