আন্তর্জাতিক ক্লিন এনার্জি দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় সনাকের মানববন্ধন

আপলোড সময় : ২৬-০১-২০২৫ ০৯:৫৮:৩১ অপরাহ্ন , আপডেট সময় : ২৬-০১-২০২৫ ০৯:৫৮:৩১ অপরাহ্ন


ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

জলবায়ু পরিবর্তন রোধ, জীবাশ্ম জালানীর পরিবর্তে নবায়নযোগ্য জ্বালানী উৎপাদন বৃদ্ধিকল্পে জ্বালানী ক্ষেত্রে সুশাসন নিশ্চিতের দাবিতে সচেতন নাগরিক কমিটি-সনাক ব্রাহ্মণবাড়িয়ার উদ্যোগে মানবন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে  ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব প্রাঙ্গণে আয়োজিত মানববন্ধনে সভাপতিত্ব করেন সনাক সভাপতি সাংবাদিক আবদুন নূর।

দিবসটি তাৎপর্য  তুলে ধরে মানববন্ধনে বক্তব্য রাখেন, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজন.সনাক সহ-সভাপতি প্রকৌশলী আশরাফ হোসেন, এসিজি সদস্য ও সাংবাদিক শাহাদৎ হোসেন, এসিজি সদস্য ও নদী ও প্রকৃতি বিষয়ক সামাজিক সংগঠন তরী বাংলাদেশ’র আহবায়ক শামীম আহমেদ প্রমুখ । স্বাগত বক্তব্য রাখেন সনাক সদস্য  সাংবাদিক মোঃ আরজু । ধারণাপত্র পাঠ  করেন ইয়েস সদস্য শফিউল্লাহ দূর্জয় এবং সঞ্চালনা করেন ইয়েস দলনেতা রিফাত আল হাসান।

মানববন্ধনে বক্তারা, পৃথিবীর উঞ্নতা বৃদ্ধি, জলবায়ু পরিবর্তন রোধে নবায়নযোগ্য জ্বালানীতে দেশ স্বনির্ভরতা অর্জনের জন্য মহাপরিকল্পনা প্রণয়নসহ জ্বালানী খাতে সুশাসন নিশ্চিতের জন্য সরকারের প্রতি দাবি জানিয়েছেন।




 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com,  dainikbarisalerpran@gmail.com