রাজশাহীর মোহনপুরে ফসলি জমিতে পুকুর খনন বন্ধে বিক্ষুব্ধ জনতার ভেকু ভাংচুর! উপজেলা প্রশাসনের অভিযান

আপলোড সময় : ২৫-০১-২০২৫ ০৭:৩৮:৪৮ অপরাহ্ন , আপডেট সময় : ২৫-০১-২০২৫ ০৭:৩৮:৪৮ অপরাহ্ন




মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহীর মোহনপুরে ফসলি জমিতে পুকুর খনন বন্ধে বিক্ষুব্ধ জনতা একটি ভেকু ভাংচুর করেছে। খবর পেয়ে অবৈধ পুকুর খনন বন্ধে রাতেই অভিযান চালিয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়শা সিদ্দিকা ও সহকারী কমিশনার ভূমি জোবায়দা সুলতানা। শুক্রবার (২৪ জানুয়ারি) বিকাল থেকে রাত ১১টা পর্যন্ত অবৈধ পুকুর খনন বন্ধে এ অভিযান চালানো হয়। এদিন বিকালে ৫নং বাকশিমইল ইউনিয়নের পত্রপুর কালিগ্রামের বিলে অবৈধ পুকুর খনন করার সময় দুইজনকে আটকের পর ৭দিনের বিনাশ্রম সাজা প্রদান করেন ভ্রাম্যমান আদালতের উপজেলা নিবাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আয়শা সিদ্দিকা।

আসামীরা হলেন, উপজেলার পোল্লাকুড়ি গ্রামের ছলিম মোল্লার ছেলে জাহাঙ্গীর আলম (৩৬), ও সিরাজগঞ্জ জেলার শাহাজাদপুর উপজেলার সরাতুল গ্রামের আজগর আলীর ছেলে নাজমুল হোসেন (৩২)। পরে জানা যায়, ১নং ধূরইল ইউনিয়নের ধূরইল গ্রামের সাদিকুল ইসলাম-সহ কয়েকজন প্রভাবশালী ব্যাক্তি মল্লিকপুর বিলে জোরপ‚র্বক অবৈধ পুকুর খনন করার উদ্দেশ্যে একটা বড় ভেকু (স্কিটিভার) মেশিন নামিয়েছে ফসলি জমিতে। খবর পেয়ে  রাতেই মল্লিকপুর,পাঁচপাড়া, খাঁনপুর, লালপুর গ্রামের কৃষকেরা পুকুর খননে বাধা দেয় এবং শতশত বিক্ষুব্ধ জনতা একত্রিত হয়ে ভেকু গাড়িটি ভাংচুর করে। গ্রামবাসীরা উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি লিখিতভাবে অভিযোগও দায়ের করেন।

এলাকাবাসী বলেন, এখানে পুকুর হলে পানি নিঃস্কাশনের অভাবে শতশত বিঘা ফসলি জমি ও আশ-পাশের গ্রাম গুলো পানিতে ডুবে যাবে। এদিন রাত ১০টার দিকে বিক্ষুব্ধ জনতাকে শান্ত করার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়শা সিদ্দিকা ও সহকারী কমিশনার (ভুমি) জোবায়দা সুলতানা এবং থানা পুলিশ, আনছার বাহিনী নিয়ে মল্লিকপুর বিলে উপস্থিত হন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা উর্ত্তেজিত জনতাকে বলেন, এখানে আপনাদের ফসলি জমি নষ্ট করে অবৈধভাবে কেউ পুকুর খনন করতে পারবে না। আপনাদের পাশে সর্বদা প্রশাসন ও আইন থাকবে। প্রয়োজনে কৃষকেরা আদালতে মামলার মাধ্যমে স্থায়ী নিষেধাজ্ঞা আনতে পারেন। কর্মকর্তার কথায় বিক্ষুব্ধ জনতা শান্ত হয়। পরে এলাকাবাসী বিলের পানি নিস্কাশনের জন্য একটা ব্রীজ ও খাল সংস্কারের দাবি জানান।


 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]