কনকনে শীতে নাজেহাল ঠাকুরগাঁওয়ের জনজীবন

আপলোড সময় : ৩১-১২-২০২৪ ০৬:২৯:১৯ অপরাহ্ন , আপডেট সময় : ৩১-১২-২০২৪ ০৬:৩২:০৭ অপরাহ্ন


সিরাজুল ইসলাম ঠাকুরগাঁও প্রতিনিধি:
পৌষের পনের দিন যেতে না যেতে মাঘ মাস ভাব, হিমালয় পর্বত সন্নিকট উত্তরের জেলা ঠাকুরগাঁও দু’দিন ধরে হিমেল হাওয়া, ঘন কুয়াশা আর তীব্র শীতে বিপর্যস্ত জেলাবাসীর জীবন-যাত্রা।পশু-পাখিসহ প্রাণিকুলেরও নাকাল অবস্থা। হিমেল হাওয়া আর তীব্র শীতের কারণে খেটে খাওয়া-নিন্ম আয়ের মানুষের বেহালদশা। উপর দিয়ে মৃদু শৈত্য প্রবাহ বইছে। আবহাওয়া অফিসের তথ্যমতে আজ মঙ্গলবার (৩১শে ডিসেম্বর ) সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকড করা হয়েছে ১১.৫ডিগ্রি সেলসিয়াস। 

কনকনে শীতে ঠাকুরগাঁও সহ উত্তর জনপদের মানুষের স্বাভাবিক জীবনযাত্রা চরমভাবে ব্যাহত হচ্ছে। সবচেয়ে দুর্ভোগে পড়েছে ছিন্নমুল ও খেটে খাওয়া মানুষ। অসংখ্য খেটে খাওয়া হতদরিদ্র ও অসহায় মানুষদের বেহালদশা। চরম দুর্ভোগে পৌছেছে তাদের জীবনযাত্রা। হরিপুর উপজেলার দিন মুজুর কাসেম (৫০) জানান আমি একজন দিন মুজুর মানুষ দিন আনি দিন খাই দুইদিন ধরে কনকনে ঠান্ডায় অবস্থায় কাজে যেতে সমস্যা হচ্ছে। 

এদিকে শীতের তীব্রতা বৃদ্ধির কারণে শীতজনিত বিভিন্ন রোগে আক্রান্তের সংখ্যা বাড়ছে। এর মধ্যে সর্দি-কাশি, ইনফ্লুয়েঞ্জা, নিউমোনিয়া ও ডায়রিয়ার প্রকোপ বেশি। গত কয়েকদিন ধরে তীব্র শীতের কারনে শিশুদের নিউমোনিয়া, ডায়রিয়াসহ শীত জনিত রোগে শিশু আক্রান্তের সংখ্যা বেড়েছে। শিশুদের যাতে শীত না লাগে ব্যোপারে সাবধানতা অবলম্বনের জন্য পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। শহর থেকে একটু দূরে গ্রামে থাকা ছিন্নমূল, অসহায় ও দরিদ্র পরিবারের শিশু ও বৃদ্ধদের অবস্থা নাকাল।

হতদরিদ্র-ছিন্নমূল মানুষ শীতবস্ত্রের অভাবে অনেকেই খড়-কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা চালাচ্ছেন।ঘন কুয়াশার কারণে রাস্তার অদূরে কিছুই দেখা যায় না।তাই, দূর্ঘটনা এড়াতে সড়ক,মহা-সড়কগুলোতে যানবাহন চলাচল করছে হেড লাইট জ্বালিয়ে চলছেঅন্যদিকে শীতের কারণে জেলা শহরের হকারস মার্কেট এবং অভিজাত বিপণিবিতান থেকে শুরু করে ফুটপাতের গরম কাপড়ের দোকানগুলোতে বাড়ছে শীতার্ত মানুষের ভিড়।


 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com,  dainikbarisalerpran@gmail.com