হেরোইনসহ ০২ জন কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেফতার।

আপলোড সময় : ২৭-১২-২০২৪ ০৯:১৮:৩৭ অপরাহ্ন , আপডেট সময় : ২৭-১২-২০২৪ ০৯:১৮:৩৭ অপরাহ্ন


নিজস্ব প্রতিবেদক
 
র‌্যাব-১৩ এর অভিযানে রংপুর মহানগরীর মাহিগঞ্জ থানাধীন সাতমাথার মোড় হতে ৩৫১.৩৮ গ্রাম হেরোইনসহ ০২ জন কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেফতার।
'বাংলাদেশ আমার অহংকার'-এই মূল মন্ত্রকে বুকে ধারণ করে এলিট ফোর্স র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন সর্বগ্রাসী মাদকের বিরুদ্ধে নিয়মিতভাবে সর্বাত্মক অভিযান পরিচালনা করে আসছে।
 
র‌্যাবের চলমান এই মাদকবিরোধী অভিযানের ধারাবাহিকতায় র‌্যাব-১৩, সিপিএসসি রংপুর একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ২৬ ডিসেম্বর ২০২৪ তারিখ সময় ১৫.৪০ ঘটিকায় ঘটনাস্থল আরপিএমপি রংপুর মাহিগঞ্জ থানাধীন ৩০নং ওয়ার্ডের অন্তর্গত সাতমাথা মোড়স্থ স্বাধীন হোটেল এন্ড রেস্টুরেন্ট এর সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ৩৫১.৩৮ গ্রাম হেরোইন উদ্ধার করা হয় এবং ঘটনার সহিত জড়িত অভিযুক্ত ধৃত আসামীদ্বয়  ১। মোঃ জাহাঙ্গীর আলম (৩৬),  পিতা- মোঃ মৃত শহিদুল ইসলাম এবং ২। মোছাঃ সাবিনা বেগম (৩২), স্বামী-মোঃ জাহাঙ্গার আলম, উভয় সাং-উপর রাজরামপুর, থানা-চাঁপাইনবাবগঞজ্ সদর ও জেলা- চাঁপাইনবাবগঞ্জ’কে হাতে নাতে গ্রেফতার করতে সক্ষম হয়।
 
গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে আরপিএমপি রংপুর মাহিগঞ্জ থানায় র‌্যাব বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করেছে এবং আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।




 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com,  dainikbarisalerpran@gmail.com