পেকুয়ায় কলা বাগান থেকে খামারির লাশ উদ্ধার

আপলোড সময় : ২৫-১২-২০২৪ ০৩:০১:৫৫ অপরাহ্ন , আপডেট সময় : ২৫-১২-২০২৪ ০৩:০১:৫৫ অপরাহ্ন


পেকুয়া প্রতিনিধি:-কক্সবাজারের পেকুয়ায় কলা বাগান থেকে এক খামারির মরদেহ উদ্ধার করা হয়েছে।
 
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে উপজেলার টইটং ইউনিয়নের সোনাইছড়ি রমিজ পাড়া জমির হোসেনের কলা বাগান থেকে পেকুয়া থানা পুলিশ মরদেহ উদ্ধার করে।

নিহত ব্যক্তির নাম জামাল উদ্দিন (৪৫)। তিনি টইটং ইউপির সোনাইছড়ি কাটা পাহাড় এলাকার মুহাম্মদ হোসেনের পুত্র। পেশায় তিনি একজন ক্ষেত খামারি।

স্থানীয়রা জানায়, জামাল উদ্দিন একজন ক্ষেত খামারি। টইটংয়ের রমিজ পাড়ায় ফসলি জমিতে তিনি কলা চাষ করছিলেন। ওইদিন তিনি সকাল সাড়ে ১১টার দিকে নিজ খামারে বাগান পরিচর্যা করতে যান। পার্শবর্তী স্থানে জমির হোসেনের কলা বাগানে গিয়ে তিনি বিদ্যুতষ্পৃষ্ট হয়ে মারা যান।

নিহত জামাল উদ্দিনের বড়ভাই জয়নাল আবেদীন বলেন, জামাল উদ্দিন মুলত তার বাগানে পানি ও সেচ সরবরাহ দিতে জমির উদ্দিনের বাগানে গিয়েছে। ভুগর্ভস্থ পানির পাম্প জমিরের বাগানে রয়েছে। সেখানে গিয়ে জমিরের পাম্পের ঝুলন্ত বৈদ্যুতিক তারে হাত লাগায়। এ সময় বৈদ্যুতিক সার্কিটশর্ট থেকে তার প্রাণহানি হয়েছে। খবর পেয়ে স্থানীয়রা গিয়ে জমিরের বাগানের ভেতরে একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

পেকুয়া থানার ওসি (তদন্ত) দুর্জয় বিশ্বাস বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। থানায় অপমৃত্যু মামলা রেকর্ডের প্রস্তুতি চলছে।

জানাগেছে, জামাল উদ্দিন চার সন্তানের জনক। তার মৃত্যুতে পরিবারে চলছে শোকের মাতম।

 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]