মানুষের মধ্যে দল ও ধর্মের ব্যবধান তৈরি না করার আহ্বান জানিয়েছেন - চট্টগ্রাম মহানগর আমীর

আপলোড সময় : ২১-১২-২০২৪ ০৫:৩৬:২২ অপরাহ্ন , আপডেট সময় : ২১-১২-২০২৪ ০৬:০৬:১৫ অপরাহ্ন




নিজস্ব প্রতিবেদক
মানুষের মধ্যে দল এবং ধর্মের ব্যবধান তৈরি না করার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম মহানগর জামায়াতে ইসলামের আমীর শাহজাহান চৌধুরী।

শনিবার (২১ ডিসেম্বর) বিকেলে নগরীর দেওয়ানবাজারে দলীয় কার্যালয়ে চট্টগ্রাম মহানগর জামায়াতের মজলিসে শূরার অধিবেশনে তিনি এ আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে শাহজাহান চৌধুরী বলেন,
মানুষকে আমরা মানুষের মর্যাদা দিতে চাই। দেশ ও জাতিকে সামনের দিকে এগিয়ে নিতে হলে দলমত নির্বিশেষে বৃহত্তর জাতীয় ঐক্য দরকার। বিভক্ত জাতি কখনো উন্নতি করতে পারে না।

তিনি বলেন, আসুন, আমরা দল-ধর্মের নামে মানুষের মধ্যে যেন কোনো ব্যবধান না করি। দেশ ও জাতির বিরুদ্ধে পরিচালিত দেশি-বিদেশি ষড়যন্ত্র মোবাবিলায় জাতীয় ঐক্য অটুট রাখার বিকল্প নেই।

মহানগর জামায়াতের সেক্রেটারি মুহাম্মদ নুরুল আমিনের সঞ্চালনায় অধিবেশনে আরও বক্তব্য দেন, নগর কমিটির নায়েবে আমীর মুহাম্মদ নজরুল ইসলাম, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য ড. আবু বকর রফিক আহমদ, ইসলামী চিন্তাবিদ মুহাম্মদ আবু তাহের, বায়তুশ শরফ কামিল মাদরাসার সাবেক অধ্যক্ষ ড. সাইয়্যেদ আবু নোমান, নগর কমিটির অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি খায়রুল বাশার, মুহাম্মদ উল্লাহ, ফয়সাল মুহাম্মদ ইউনুস ও মোরশেদুল ইসলাম চৌধুরী।



 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]