কুষ্টিয়া সরকারী কলেজে শিবিরের উদ্যোগে নবীন বরণ অনুষ্ঠিত 

আপলোড সময় : ১৬-১২-২০২৪ ০১:০৬:০১ অপরাহ্ন , আপডেট সময় : ১৬-১২-২০২৪ ০১:০৬:০১ অপরাহ্ন



রফিকুল ইসলাম, কুষ্টিয়া প্রতিনিধি :
কুুষ্টিয়া সরকারি কলেজে শিবিরের উদ্যোগে স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের জন্য এক নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (১৪ ডিসেম্বর) সকালের দিকে কুুষ্টিয়া সরকারি কলেজের হল রুমে এ নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। 

বিজ্ঞপ্তি অনুযায়ী অনলাইনে নিবন্ধিত কুুষ্টিয়া সরকারি কলেজের ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়। শুরুতেই নবীনদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এরপর ছেলেদের জন্য টি-শার্ট এবং মেয়েদের জন্য হিজাব সহ জীবন গঠনে সহায়ক বিভিন্ন বই ও ডেক্স ক্যালেন্ডার সংবলিত উপহার প্রদান করা হয়। অনুষ্ঠানে স্নাতক প্রথম বর্ষের প্রায় এক হাজার নবীন শিক্ষার্থী উপস্থিত ছিলেন। 

বাংলাদেশ ইসলামি ছাত্র শিবির, কুষ্টিয়া সরকারি কলেজ শাখার সভাপতি হাফেজ মুজাহিদুল ইসলাম ও  হাফেজ আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কলেজ কার্যক্রম সম্পাদক মোহাম্মদ শফিউল্লাহ। প্রধান আলোচোক হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শিক্ষা সম্পাদক মোহাম্মদ সুহাইল। এসময় আরও বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাজহারুল হক মমিন। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির কুষ্টিয়া শহর শাখার সভাপতি হাফেজ সেলিম রেজা, সেক্রেটারি সাকিবুল হাসান, অধ্যাপক ড.কামরুল হাসান ও কুষ্টিয়া সরকারি কলেজের পরিসংখ্যান বিভাগের বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক আমজাদ হোসেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুষ্টিয়া জেলা শাখার আহবায়ক হাসিবুর রহমান। 

অনুষ্ঠানে আগত শিক্ষার্থীরা শিবিরের কার্যক্রমকে সাধুবাদ জানান এবং এধরনের অনুষ্ঠান আয়োজনের  আহ্বান জানান। 

উপস্থিত অতিথিবৃন্দ তাঁদের বক্তব্যে শিক্ষার্থীদের সুন্দর জীবন গঠনে একাডেমিক পড়াশোনা ও ধর্মীয় জ্ঞান অর্জনের প্রতি গুরুত্বআরোপ করেন।




 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]