রাজশাহী মহানগরীতে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

আপলোড সময় : ০২-১২-২০২৪ ০২:২৭:১৮ পূর্বাহ্ন , আপডেট সময় : ০২-১২-২০২৪ ০২:২৭:১৮ পূর্বাহ্ন

 
মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী মহানগরীতে শহিদুল ইসলাম (৫৫) নামে এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (৩০ নভেম্বর) রাত সাড়ে ১২ মহানগরীর রাজপাড়া থানার তেরোখাদিয়া মধ্যপাড়া এলাকাথেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আসামি মোঃ শহিদুল ইসলাম, সে মহানগরীর রাজপাড়া থানার তেরোখাদিয়া এলাকার মোঃ মফিজ উদ্দিনের ছেলে। রবিবার এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর), সাবিনা ইয়াসমিন। তিনি জানান, আসামি শহিদুল ইসলামের বিরুদ্ধে মহানগরীর রাজপাড়া থানায় মাদক মামলায় ২ হাজার টাকা অর্থদন্ড ও এক বছরের সাজাপ্রাপ্ত গ্রেফতারি পরোয়ানা মুলতবি ছিল। তাকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করতে অভিযান অব্যাহত রাখে রাজপাড়া থানা পুলিশ। শনিবার রাতে তারা গোপন সংবাদের ভিত্তিতে

জানা যায়, রাজপাড়া থানার তেরোখাদিয়া এলাকায় শহিদুল ইসলাম তার বাড়িতে অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে বর্ণীত স্থানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন রাজপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি), মোঃ আশরাফুল আলম নেতৃত্বে এসআই মোঃ ছাদেকুর রহমান ও সঙ্গীয়ফোর্স। রবিবার সকালে গ্রেফতার আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলেও জানান এই কর্মকর্তা।

 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]