হত্যা না আত্মহত্যা রহস্যর জাল অভিযোগের তীর মা ও মেয়ের দিকে 

আপলোড সময় : ২৯-১১-২০২৪ ১০:৪২:১৫ অপরাহ্ন , আপডেট সময় : ২৯-১১-২০২৪ ১০:৪২:১৫ অপরাহ্ন



দেলোয়ার হোসেন সোহেল 
রাজশাহী তানোর উপজেলা পাঁচন্দর ইউপির সাহাপুর গ্রামের মোঃ আলিম (৫৫) বিষপানে আত্মহত্যা করেছেন। এলাকাবাসীর অভিযোগ আত্মহত্যা না এটা হত্যা জড়িত মা ও মেয়ে।

সরজমিনে ঘটনাস্থল পরিদর্শন ও এলাকাবাসীর সূত্রে জানা যায় যে, নিতহ আলিম একজন বয়স্ক ও নিরীহ মানুষ তার স্ত্রী ও মেয়ে তাকে প্রতিনিয়ত মারধর সহ বিভিন্নভাবে ভয়-ভীতি ও নির্যাতন করে আসছে এমনকি গতকাল ২৮ নভেম্বর (বৃহস্পতিবার) সন্ধ্যায় আলিমকে তার স্ত্রী ও মেয়ে মারধর করেছে এটা এলাকাবাসীর কাছে একটা প্রতিদিনের ঘটনা। 

এ বিষয়ে নিহত আলিমের স্ত্রী ও মেয়ের সাথে কথা হলে তারা জানান, গতকাল রাতে তেমন কিছু হয়নি রাতের খাবার সেরে আমরা একঘরে শুয়ে গেছি আর বাবা আরেক ঘরে শুয়ে গেছে সকালে উঠে দেখি তার মুখে অনেক ফেনা ও গা থেকে বিষের গন্ধ বারাচ্ছে এমনকি তরা আরো জানান আমাদের জমি নিয়ে অনেকের সাথে ঝামেলা আছে সেই দুঃখে হয়তোবা বাবা বিষ পান করেছেন। 

উল্লেখ্য নিহত আলিমের জন্মস্থান পাঁচন্দর ইউপির কৃষ্ণপুর (প্রাণপুর) গ্রামে তার পিতা মৃত দিদার মোন্না সে প্রায় ২০ বছর আগে সাহাপুর গ্রামে গিয়ে সংসার বাঁধেন। 

এবিষয়ে তানোর থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান জানান, নিহত আলিমের মরদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে রিপোর্ট আসার পরে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।


 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]