বাঙ্গালহালিয়া কুদুমছড়া বৌদ্ধ বিহারে ৫ দিনব্যাপী বিদর্শন ভাবনা কর্মশালা সম্পন্ন তিন পার্বত্য জেলা থেকে দেড় শতাধিক উপাসক-উপাসিকার অংশগ্রহণ
আপডেট সময় :
২০২৬-০১-১১ ০০:৩০:২৩
বাঙ্গালহালিয়া কুদুমছড়া বৌদ্ধ বিহারে ৫ দিনব্যাপী বিদর্শন ভাবনা কর্মশালা সম্পন্ন তিন পার্বত্য জেলা থেকে দেড় শতাধিক উপাসক-উপাসিকার অংশগ্রহণ
রাজস্থলী (রাঙ্গামাটি)
রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলার ৩নং বাঙ্গালহালিয়া ইউনিয়নের কুদুমছড়া বৌদ্ধ বিহারে প্রতি বছরের ন্যায় এ বছরও পাঁচ দিনব্যাপী বিদর্শন ভাবনা কর্মশালা সফলভাবে সম্পন্ন হয়েছে। তিন পার্বত্য জেলা থেকে আগত প্রায় দেড় শতাধিক উপাসক ও উপাসিকার অংশগ্রহণে শনিবার (১০ জানুয়ারি) বিকেলে এ কর্মশালার সমাপ্তি হয়।
সমাপনী দিবসের সকালে কুটুরিয়া পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে চারবার মাঠ প্রদক্ষিণ করে ভিক্ষু সংঘের পিন্ডচরণ ও পিন্ডদান অনুষ্ঠিত হয়। পরে ধর্মীয় দেশনা ও প্রার্থনার মধ্য দিয়ে কর্মশালার আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।
রাজস্থলী দি বুদ্ধ সাসনা হিতকারী অ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনায় গত সোমবার (৫ জানুয়ারি) বিকাল থেকে এই বিদর্শন ভাবনা কর্মশালা শুরু হয়। জগতের সকল সত্ত্বের চিত্তের ক্লেশ বিশুদ্ধির লক্ষ্যে আয়োজিত এ কর্মশালায় বিদর্শন ভাবনার অনুশীলন পরিচালনা করেন মায়ানমার সরকার কর্তৃক “আগ্গ মহা সদ্ধর্ম জ্যোতিকা ধ্বজা” উপাধিপ্রাপ্ত, বুদ্ধ সাসনা হিতকারী সংঘের সভাপতি এবং রাজস্থলী চুশাক পাড়া বৌদ্ধ বিহারের বিহার অধ্যক্ষ ভদন্ত কিত্তিমা মহাথের।
কর্মশালা সমাপনী উপলক্ষে ধ্যানীবৃন্দের পিন্ডচরণের মধ্য দিয়ে আনুষ্ঠানিক কার্যক্রম শেষ হয়েছে বলে জানান কুদুমছড়া বৌদ্ধ বিহারের বিহার অধ্যক্ষ ভদন্ত চাইন্দাসারা ভিক্ষু।
বিদর্শন ভাবনায় অংশগ্রহণকারী উপাসক-উপাসিকারা জানান, অনেক পুণ্যের ফলে মানুষ জন্ম লাভ হয়। দৈনন্দিন জীবনে শরীর বা পোশাক নোংরা হলে আমরা পরিষ্কার করি, কিন্তু মনের ময়লা বা পাপ দূর করার জন্য সচেতনতা কম। বিদর্শন ভাবনা অনুশীলনের মাধ্যমে মনের কলুষতা দূর করে আত্মশুদ্ধি অর্জন সম্ভব, যা মানবজীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তবে অংশগ্রহণকারীরা বিহারের মনোরম পরিবেশের প্রশংসা করলেও কিছু সমস্যার কথাও তুলে ধরেন। তারা জানান, বিহারে পর্যাপ্ত শৌচাগার, পাঠি, বালিশ, কম্বল, মাঠ সংস্কার ও অবকাঠামোগত উন্নয়নের প্রয়োজন রয়েছে। এসব সীমাবদ্ধতার মধ্যেও কুদুমছড়া পাড়াবাসী ও বিহারের দায়ক-দায়িকাদের আন্তরিক সেবার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা।
এ সময় তারা বিহারের উন্নয়ন ও সমস্যা সমাধানে রাঙ্গামাটি জেলা প্রশাসক, স্থানীয় জনপ্রতিনিধি এবং আগামী ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিতব্য সংসদ নির্বাচনে বিজয়ী প্রতিনিধিদের সুদৃষ্টি কামনা করেন।
কুদুমছড়া পাড়া কারবারি মাসুইচিং মারমা, বিহার পরিচালনা কমিটির সভাপতি উসাচিং মারমা, বুদ্ধ সাসনা হিতকারী সংঘের সাধারণ সম্পাদক মংসিনু মারমা এবং পাড়াবাসী ক্যসিংমং মারমাসহ অন্যান্যরা বলেন, সরকারি সহযোগিতা পেলে বিদর্শন ভাবনা কর্মশালার কার্যক্রম আরও বিস্তৃত করা সম্ভব হবে এবং আগত অতিথিদের আরও ভালোভাবে সেবা দেওয়া যাবে। এজন্য তারা সকলের সহযোগিতা কামনা করেন।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স