ঢাকা , রবিবার, ১১ জানুয়ারী ২০২৬ , ২৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

সিলেটে ফয়েজ উদ্দীন লোদী মেধাবৃত্তি ও সনদপত্র বিতরন


আপডেট সময় : ২০২৬-০১-১১ ০০:১৩:৪৭
সিলেটে ফয়েজ উদ্দীন লোদী মেধাবৃত্তি ও সনদপত্র বিতরন সিলেটে ফয়েজ উদ্দীন লোদী মেধাবৃত্তি ও সনদপত্র বিতরন
প্রেসবিজ্ঞপ্তি :

 আলহাজ্ব মরহুম আব্দুল গনি লোদী-শামসুননেছা লোদী  ফাউন্ডেশন কর্তক আয়োজিত ৭৫ জন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীর মধ্যে ফয়েজ উদ্দীন লোদী মেধাবৃত্তি ও সনদপত্র বিতরন অনুষ্ঠানে সম্পন্ন।


শনিবার দুপুর ১২ টায় সিলেট উপশহরস্থ উমরশাহ তেররতন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে উমরশাহ তেররতন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রোকশানা বেগম সভাপতিত্বে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উমরশাহ তেররতন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা লুবাবা আক্তার সুমীর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রাথমিক বিভাগীয় উপপরিচালক মুহাম্মদ রফিকুল ইসলাম তালুকদার।

আন্দুল্লাহ আল মামুনের কোরআনে পাক থেকে তেলাওয়াত ও রাধিকা ভর্টাচার্যের গীতা পাঠের মাধ্যমে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- প্রাথমিক বিভাগীয় শিক্ষা অফিসার মহিউদ্দিন আহমদ, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ নজরুল ইসলাম, একে এম রুহুল আমিন, ভাদেশ্বর নাছির উদ্দীন উচ্চ বিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক আমিন উদ্দিন।

উপস্থিত বক্তারা বলেন- সিলেটের উমরশাহ তেররতন সরকারী প্রাথমিক বিদ্যালয়, বখতিয়ার বিবি সরকারী প্রাথমিক বিদ্যালয় ও কিশোর মোহন (বালক) সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৭৫ জন শিক্ষার্থীর মধ্যে ফয়েজ উদ্দীন লোদী মেধাবৃত্তি প্রদান করায় সুপ্রিম হোটেলে কর্ণধার ফয়েজ লোদীকে ধন্যবাদ জ্ঞাপন করেন। এবং ভবিষ্যতে এ মেধাবৃত্তি সারা সিলেট ব্যাপী আয়োজন করার আহবান জানান তারা। বিজ্ঞপ্তি
V

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ