ঢাকা , রবিবার, ১১ জানুয়ারী ২০২৬ , ২৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

খালেদা জিয়ার ত্যাগ, সংগ্রাম বিশ্ব ইতিহাসে বিরল: ফয়সল চৌধুরী


আপডেট সময় : ২০২৬-০১-১১ ০০:০৮:০৮
খালেদা জিয়ার ত্যাগ, সংগ্রাম বিশ্ব ইতিহাসে বিরল: ফয়সল চৌধুরী খালেদা জিয়ার ত্যাগ, সংগ্রাম বিশ্ব ইতিহাসে বিরল: ফয়সল চৌধুরী
 
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৬ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ফয়সল আহমদ চৌধুরী বলেছেন, বাংলাদেশের আপোসহীন নেত্রী বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র, সার্বভৌমত্ব ও মানুষের ভোটাধিকার রক্ষার সংগ্রামের প্রতীক। খালেদা জিয়ার নেতৃত্বেই দেশে সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়েছিল। বারবার নির্যাতন ও বাধা সত্ত্বেও দেশ ও জনগণের স্বার্থে তিনি কখনো আপস করেননি। স্বৈরশাসনের বিরুদ্ধে দীর্ঘ লড়াইয়ে খালেদা জিয়া কখনো মাথা নত করেননি। নিজের জীবন বিপন্ন করেছেন, তবুও দেশ ও মানুষকে ছেড়ে তিনি কোথাও যাননি। এমন সংগ্রামী, এমন ত্যাগী, এমন মহিয়সী নেত্রী বিশ্ব ইতিহাসে বিরল।
 
নিজস্ব প্রতিবেদক
 
 
 
নিজস্ব প্রতিবেদক
 
 
বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, বিএনপির সাবেক চেয়ারপার্সন প্রয়াত বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় খতমে কোরআন ও গণদোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গতকাল শনিবার (১০ জানুয়ারি) বিকাল ৩টায় সিলেটের বিয়ানীবাজার পৌর বিএনপির উদ্যোগে স্থানীয় পিএইচজি হাইস্কুল মাঠে এই কর্মসূচির আয়োজন করা হয়। তবে নির্দিষ্ট সময়ের বহু আগেই বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং সাধারণ জনতার ঢলে পরিপূর্ণ হয়ে ওঠে আয়োজনস্থল।
সভাপতিত্বে গণদোয়া মাজামেয়া মাদানিয়াহফিলে মোনাজাত পরিচালনা করেন  আঙ্গুরা মোহাম্মদপুর মাদরাসার শায়খুল বিয়ানীবাজার পৌর বিএনপির সভাপতি মিজানুর রহমান রুমেলের হাদিস মাওলানা মুফতি মুজিবুর রহমান।

এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিয়ানিবাজার উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট আহমদ রেজা, সাধারণ সম্পাদক ছরওয়ার হোসেন, গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি আশফাক আহমদ চৌধুরী, পৌর বিএনপির সাবেক আহবায়ক নুরুল হুদা বাবুল, পৌর বিএনপির সহ সভাপতি কবির আহমদ, আলফাস উদ্দিন, সাইব উদ্দিন, আতাউর রহমান কটন, আব্দুর রাজ্জাক, নজরুল ইসলাম, আতাউল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক কবির আহমদ, শ্রম বিষয়ক সম্পাদক সাবউদ্দিন বলাই, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক গিয়াসউদ্দিন, মিছবাহ উদ্দিন, হোসেন আহমেদ মেম্বার, ফজলে রফি চৌধুরী, প্রচার সম্পাদক ফয়েজ আহমদ, সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আহসান জামিল,  সিলেট জেলা যুবদলের সদস্য এবি কালাম পৌর যুবদলের যুগ্ম আহবায়ক জানে আলম, সুমন আহমদ, লিমন আহমদ, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক এম এ হাসনাত, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ইমরান আহমেদ চৌধুরী যুগ্ম আহবায়ক মাহবুব্ আলম  সরকারি কলেজের ছাত্রদলের সাবেক সভাপতি ওলিউর রহমান, পৌর ছাত্রদল নেত্ াফয়সল আহমদ হাসান, সাদারণ সম্পাদক রায়হান আহমদ,। এছাড়াও পৌর প্রতিটি ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ