মোঃ অপু খান চৌধুরী।।
ব্রাহ্মণপাড়া উপজেলা সমিতি, ঢাকার উদ্যোগে বার্ষিক বনভোজন ও পারিবারিক মিলনমেলা আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ জানুয়ারি) মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলার নিমতলী এলাকায় অবস্থিত মর্ডান গ্রীন সিটি প্রাঙ্গণে দিনব্যাপী এই বনভোজন ও মিলনমেলার আয়োজন করা হয়। এ সময় গুণীজন সংবর্ধনা ও কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্রাহ্মণপাড়া উপজেলা সমিতি ঢাকার সভাপতি লায়ন মোস্তফা কামাল। অনুষ্ঠান সঞ্চালনার করেন সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন মুকুল।
অনুষ্ঠানে কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) থেকে বিএনপি'র মনোনীত প্রার্থী হাজী জসিম উদ্দিন জসিম ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ডঃ মোবারক হোসেন অনুষ্ঠানে উপস্থিত থেকে অনুষ্ঠানকে আরো মনোমুগ্ধকর করে তোলেন।
দিনব্যাপী এই মিলনমেলায় ব্রাহ্মণপাড়া উপজেলার সর্বস্তরের জনগণ ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সমাজসেবক, ব্যবসায়ী, শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক ও বিভিন্ন পেশাজীবী মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। দীর্ঘ একবছর পর একসাথে মিলিত হয়ে সবাই যেন এক টুকরো ব্রাহ্মণপাড়াকে ফিরে পান রাজধানীর কাছেই।
সকাল থেকেই শুরু হয় নানা আয়োজন। শিশুদের অংশগ্রহণে আনন্দঘন খেলাধুলা, ঐতিহ্যবাহী পিঠা উৎসব, মহিলাদের বালিশ খেলা, ফুটবল খেলা, র্যাফেল ড্র ও বিকেলে মনোমুগ্ধকর সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠানে ভিন্নমাত্রা যোগ করে। গান, নৃত্য ও আবৃত্তিতে অংশগ্রহণকারীরা দর্শকদের মুগ্ধ করেন।
বনভোজন ও পারিবারিক মিলনমেলা ঘিরে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। প্রবাসী ও রাজধানীতে বসবাসরত ব্রাহ্মণপাড়ার সন্তানরা পরিবার-পরিজনসহ দিনভর আনন্দ, স্মৃতিচারণ ও সৌহার্দ্যের বন্ধনে সময় কাটান। অনেকেই এই আয়োজনকে গ্রাম ও মানুষের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপনের এক অনন্য সুযোগ হিসেবে উল্লেখ করেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ব্রাহ্মণপাড়া উপজেলা সমিতি ঢাকার এমন আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকলে প্রবাসী ও শহরে অবস্থানরত ব্রাহ্মণপাড়াবাসীর মধ্যে ঐক্য ও সামাজিক বন্ধন আরও দৃঢ় হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ব্রাহ্মণপাড়া উপজেলা সমিতির সহ সভাপতি ও বার্ষিক বনভোজন, গুনীজন সংবর্ধনা ও কৃতি শিক্ষার্থী সম্মাননা অনুষ্ঠানের পরিচালনা কমিটির সদস্য সচিব মোঃ শফিকুল ইসলাম, অনুষ্ঠান বাস্তবায়ন কমিটির আহবায়ক মোঃ মনিরুল ইসলাম, এডভোকেট মিতা ইয়াসমিন মামুন, সহসভাপতি কমান্ডার রুহুল আমীন, আবু তাহের, কামাল উদ্দিন আহাম্মদ,যুগ্ন সাধারন সম্পাদক শরীফুল আলম, মোস্তফা কামাল, ডাঃ এ জি এম আজ্জম, আসাদুুউল্লাহ ভূইয়া, গোলাম কিবরিয়া ভূইয়া,আবু হানিফ সিপু,খায়রুল আলম মিঠু, এডভোকেট মোঃ জাকির হোসেন, সুভাস চন্দ্র বনিক, মোঃ শাহ আলম, আরটিভির জেনারেল ম্যানাজার মোস্তফা কামাল, মামুন, উর্মি আক্তার ভূইয়া, রেজাউল খান চৌধুরী, আইয়ুব খান, এডভোকেট আতিকুর রহমান, ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেস ক্লাবের সভাপতি এডভোকেট মোঃ আবদুল আলীম খান, সাধারণ সম্পাদক ইসমাইল নয়ন, যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ কামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক অপু খান চৌধুরী, প্রচার সম্পাদক মোস্তফা কামালসহ ব্রাহ্মণপাড়া উপজেলার বিভিন্ন শ্রেণী পেশার মানুষেরা।