এম মনির চৌধুরী রানা
বোয়ালখালীতে জমকালো আয়োজনের মধ্য দিয়ে এন, মোহাম্মদ ইন্ডাস্ট্রিজ লিমিটেড ফ্যাক্টরি ডে অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার(৯ জানুয়ারি) দিনব্যাপী এন, মোহাম্মদ প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর উৎসব উযাপিত হয়।
পণ্যসামগ্রী উৎপাদনের সঙ্গে জড়িত প্রায় তিন হাজার শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তা যোগ দেন। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে জমকালো আনন্দঘন পরিবেশে সুরের মূর্ছনায় দিনটি কারখানার সকল শ্রমিক কর্মচারী ব্যবস্থাপনা পরিষদ মালিকপক্ষ উপস্থিত থেকে স্বতঃস্ফূর্ত বিনোদনের মধ্য দিয়ে শেষ হয়।
অনুষ্ঠানে অংশগ্রহণ করেন মোহাম্মদ প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান মনজুরুল হক মঞ্জু , ব্যবস্থাপনা পরিচালক নজরুল হক, পরিচালক এনামুল হক উপস্থিত থেকে সকল শ্রমিক কর্মীদের সাথে আনন্দ ভাগাভাগি করেন।
বিভিন্ন খেলার ইভেন্টসের পুরস্কার বিতরণী ও লটারি ড্র অনুষ্ঠিত হয়। লটারিতে সর্বোচ্চ পুরস্কার দেড় লক্ষ টাকা মূল্যের মোটর সাইকেল, টিভি, ফ্রিজসহ বিভিন্ন পুরষ্কার বিজয়ী শ্রমিকদের মাঝে বিতরন করা হয়।