ঢাকা , রবিবার, ১১ জানুয়ারী ২০২৬ , ২৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

হিজলায় জাতীয়তাবাদী ছাত্র ফোরামের জরুরী সভা


আপডেট সময় : ২০২৬-০১-১০ ২২:৪৭:১৮
হিজলায় জাতীয়তাবাদী ছাত্র ফোরামের জরুরী সভা হিজলায় জাতীয়তাবাদী ছাত্র ফোরামের জরুরী সভা
হিজলা প্রতিনিধিঃ
 বরিশাল জেলার হিজলা উপজেলায় ১১ জানুয়ারি  ৯০ এর জাতীয়তাবাদী  ছাত্র ফোরাম   হিজলা উপজেলা শাখার উদ্যোগে, আজকের জরুরী সভায় বিজয় দিবসের স্থগিত কৃত  কর্মসূচির পরিবর্তে শীত বস্ত্র বিতরণের কর্মসূচির সিদ্ধান্ত গৃহীত হয়, আজকের এই সভার সভাপতিত্ব  করেন, জহিরুল হক নবু, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আবুবকর সিদ্দিক ফারুক খান প্রধান উপদেষ্টা ৯০' জাতীতাবাদী ছাত্রফোরাম।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব বেল্লাল জমাদার, নায়েব আজাদ আনিসুর রহমান আদিল জনাব টিপু হাওলাদার জনাব আল মামুন জনাব শাহাবুদ্দিন প্যাদা জনাব স ম মহসিন জনাব জমির হোসেন
সহ হিজলা উপজেলার ৯০ ফোরাম এর অন্যান্য নেতৃবৃন্দ।, 

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ