ঢাকা , রবিবার, ১১ জানুয়ারী ২০২৬ , ২৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

কটিয়াদীতে ছেলের হাতে বাবা খুনের অভিযোগ


আপডেট সময় : ২০২৬-০১-১০ ২১:৪৩:১১
কটিয়াদীতে ছেলের হাতে বাবা খুনের অভিযোগ কটিয়াদীতে ছেলের হাতে বাবা খুনের অভিযোগ

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি : কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় পারিবারিক কলহের জেরে ছেলের ছুরিকাঘাতে এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার (১০ জানুয়ারি) দুপুরে উপজেলার চান্দপুর ইউনিয়নের পশ্চিম মÐলভোগ গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।নিহত ব্যক্তির মো. বজলুর রহমান (৬০)। তিনি পশ্চিম মন্ডলভোগ গ্রামের বাসিন্দা। ঘটনার পর থেকে তার ছেলে ও অভিযুক্ত ঘাতক জুবায়ের (২৫) পলাতক রয়েছেন। জুবায়ের পেশায় একজন অটোরিকশা চালক।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জমিতে পানি সেচের জন্য শ্যা মেশিনের তেল কিনতে বজলুর রহমান তার ছেলে অটোরিকশাচালক যোবায়েরের কাছে টাকা চান। জোবায়ের টাকা দিতে না চাইলে ছেলের সঙ্গে কথা কাটাকাটি হয়। এ সময় ছেলের মোবাইল ফোন ছিনিয়ে নেন বাবা। পরে ছেলের সঙ্গে বাবার ধস্তাধস্তি হয়। একপর্যায়ে যোবায়ের ধারালো অস্ত্র দিয়ে বাবার বুকে আঘাত করলে বজলুর রহমান মাটিতে লুটিয়ে পড়েন। গুরুতর আহত অবস্থায় বজলুর রহমানকে উদ্ধার করে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে থানা পুলিশ ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। অভিযুক্ত জুবায়েরকে গ্রেপ্তারের জন্য বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে পুলিশ।


কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জের শহিদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।




 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ