ঢাকা , রবিবার, ১১ জানুয়ারী ২০২৬ , ২৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

রাজশাহীতে বিজিবির অভিযানে হেরোইন ও ভারতীয় মদ জব্দ

মাসুদ রানা রাব্বানী
আপডেট সময় : ২০২৬-০১-১০ ২০:৫৪:৫৫
রাজশাহীতে বিজিবির অভিযানে হেরোইন ও ভারতীয় মদ জব্দ রাজশাহীতে বিজিবির অভিযানে হেরোইন ও ভারতীয় মদ জব্দ


মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী সীমান্তবর্তী এলাকায় পৃথক দুটি স্থানে অভিযান চালিয়ে ৪০০ গ্রাম হেরোইন ও ২৮ বোতল ভারতীয় মদ জব্দ করেছে রাজশাহী ব্যাটালিয়নের (১ বিজিবি) সদস্যরা। শনিবার (১০ জানুয়ারি) ভোর সোয়া ৪টায় গোদাগাড়ী থানাধীন মাদ্রাসার মোড় এলাকার পদ্মা নদীর চরে অভিযান চালায় বিজিবি সদস্যরা। এ সময় বিবিজির উপস্থিতি টের পেয়ে নদীতে ঝাঁপ দিয়ে পালিয়ে যায়  মাদক কারবারীরা। পরে তাদের ফেলে যাওয়া বস্তা থেকে ২৮ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়।


এর আগে শুক্রবার (৯ জানুয়ারি) দিনগত রাত সাড়ে ১২টায় গোদাগাড়ী থানাধীন চর-আষাড়িয়াদহ এলাকায় অভিযান চালিয়ে ৪০০ গ্রাম ভারতীয় হেরোইন জব্দ করা হয়। তবে পালিয়ে যায় মাদক কারবারীরা।
বিজিবি জানায়, পালিয়ে যাওয়া মাদককারবারীদের শনাক্ত এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। জব্দকৃত মাদকদ্রব্য গোদাগাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।



 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ