কাউখালীতে হয়রানির হাত থেকে রেহাই পাইতে ঔষধ ব্যবসায়িক সংবাদ সম্মেলন
আপডেট সময় :
২০২৬-০১-১০ ২০:২৪:১১
কাউখালীতে হয়রানির হাত থেকে রেহাই পাইতে ঔষধ ব্যবসায়িক সংবাদ সম্মেলন
কাউখালী প্রতিনিধি:
পিরোজপুরের কাউখালী উপজেলার শিয়ালকাঠি গ্রামের মৃত্যু আব্দুল মান্নান হাওলাদারের ছেলে তালুকদার হাটের ক্ষুদ্র ঔষধ ব্যবসায়ী মোঃ মাসুদ করিমের সংবাদ সম্মেলন। শনিবার (১০ জানুয়ারি) সন্ধ্যার পরে কাউখালীতে সংবাদ সম্মেলনের মাধ্যমে মিথ্যা অপবাদ ও হয়রানির হাত থেকে রেহাই পাওয়ার জন্য সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে আবেদন জানিয়েছেন।
সংবাদ সম্মেলনে তিনি শপথের মাধ্যমে জানান তার স্ত্রী মোসাম্মৎ মহিমা ইউনিয়নের বারবার নির্বাচিত মহিলা ইউপি সদস্য ও কাউখালী উপজেলা মহিলা দলের যুগ্ন আহবায়ক। তার ভাবমূর্তি ক্ষুন্ন করার জন্য কিছু অসাধু চক্র নানাভাবে মিথ্যা অপবাদ দিয়ে অবৈধ সুবিধা গ্রহণ করার চেষ্টা করে বলে তিনি দাবি করেন। তিনি জানান কখনো কোন রাজনৈতিক দলের সাথে তিনি সংশ্লিষ্ট ছিলেন না। কখনো আওয়ামী লীগের দলীয় সদস্য ফরম পূরণ করেনি ।এমনকি ওই দলের সাথে কখনো সংশ্লিষ্ট ছিলেন না। অথচ একটি কুচক্রী মহল আমাকে আওয়ামী লীগের লোক হিসেবে আখ্যা দিয়ে বিভিন্ন ধরনের অপপ্রচার চালায়। এমনকি নামে বেনামে বিভিন্ন অভিযোগ করে আমার পরিবারের ভাবমূর্তি ক্ষুন্ন করে।
যে কারণে এই সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি দেশ ও প্রশাসনের কাছে হয়রানির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য সংবাদ সম্মেলনের মাধ্যমে দাবি জানান।
তিনি আরো দাবি করেন তার নাম আওয়ামী লীগের কোথাও যদি থাকে সে সম্পর্কে তার জানা নাই বলেও তিনি সাংবাদিক দের কাছে দাবী করেন।
সংবাদ সম্মেলনের সময় তার স্ত্রী ও উপজেলা মহিলা দলের যুগ্ম আহ্বায়ক মহিমা উপস্থিত ছিলেন।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স