ঢাকা , রবিবার, ১১ জানুয়ারী ২০২৬ , ২৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

নাইক্ষ্যংছড়িতে-১১ বিজিবির পৃথক অভিযানে ৩ টি একনলা বন্দুক উদ্ধার


আপডেট সময় : ২০২৬-০১-১০ ১৭:২২:০৮
নাইক্ষ্যংছড়িতে-১১ বিজিবির পৃথক অভিযানে ৩ টি  একনলা বন্দুক  উদ্ধার নাইক্ষ্যংছড়িতে-১১ বিজিবির পৃথক অভিযানে ৩ টি একনলা বন্দুক উদ্ধার
 
হেলাল উদ্দীন (মিঞাজী)
নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধিঃ
 
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে পৃথক দুটি অভিযানে মালিকবিহীন তিনটি দেশীয় একনলা বন্দুক উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বাংলাদেশ–মিয়ানমার সীমান্তের দুর্গম পাহাড়ি এলাকায় সীমান্ত নিরাপত্তা জোরদার এবং আন্তঃরাষ্ট্রীয় অপরাধ দমনের অংশ হিসেবে এসব অভিযান পরিচালনা করা হয়।
 
বিজিবি কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীনস্থ নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) দীর্ঘদিন ধরে সীমান্ত সুরক্ষা, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধ এবং অবৈধ অনুপ্রবেশ রোধে নিরলসভাবে দায়িত্ব পালন করে আসছে।
 
বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ৬ জানুয়ারি মঙ্গলবার রাত আনুমানিক ১০টার দিকে নাইক্ষ্যংছড়ি উপজেলার ওয়াসাখালী হরিণখাইয়া মুখ এলাকায় একটি বিশেষ টহলদল অভিযান পরিচালনা করে। এ সময় পরিত্যক্ত অবস্থায় দুটি দেশীয় একনলা বন্দুক উদ্ধার করা হয়।
 
অপরদিকে, ১০ জানুয়ারি শনিবার ভোর আনুমানিক ১টার দিকে বাইশারী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের হরিণখাইয়া জোড়া ব্রিজ এলাকায় বিজিবি ও পুলিশের সমন্বয়ে একটি যৌথ অভিযান পরিচালিত হয়। ওই অভিযানে পরিত্যক্ত অবস্থায় আরও একটি দেশীয় একনলা বন্দুক উদ্ধার করা হয়।
 
এভাবে পৃথক দুটি অভিযানে মোট তিনটি দেশীয় একনলা বন্দুক উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত অস্ত্রগুলো আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে বিজিবি।
 
এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস কে এম কপিল উদ্দিন কায়েস সাংবাদিক দের  বলেন, 
বিজিবির নিযমিত অভিযানে এসব আস্ত্র উদ্ধার হয় 
তদন্তের সার্থে অপরাধীদের নাম বলাযাচ্ছে না।
 
 

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ