কাউখালীতে প্যানেল চেয়ারম্যানকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেছে মাদক ব্যবসায়ীরা
আপডেট সময় :
২০২৬-০১-১০ ১৬:৫৩:৫৯
কাউখালীতে প্যানেল চেয়ারম্যানকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেছে মাদক ব্যবসায়ীরা
কাউখালী প্রতিনিধি।
পিরোজপুরের কাউখালীতে মাদক ব্যবসায়ীরা কুপিয়ে জখম করেছে ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানকে । জানা গেছে, উপজেলার শিয়ালকাঠী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ৩ নং শিয়ালকাঠী ওয়ার্ডের ইউপি সদস্য নজরুল ইসলামকে (৬০) কুপিয়ে জখম করেছে এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ীরা।
শুক্রবার (৯ জানুয়ারি) দিবাগত রাত নয়টার দিকে শিয়ালকাঠি ইউনিয়নের সিএনবি রোডের ব্রিজের ডালে মাদ্রাসার সামনে পার্শ্ববর্তী চিড়াপাড়া ইউনিয়নের সীমানায় ছোট একটি খালের উপরে সাঁকো দিয়ে এলাকার চিহ্নিত মাদক কারবারীরা এখান থেকে নিরাপদ আশ্রয়ে মাদক বিক্রি করতো। এ কারণে
ইউপি সদস্য উক্ত সাঁকোটি উঠিয়ে দেয়। কিন্তু মাদক কারবারিরা সাঁকোটি আবার পুনরায় দেয়। শুক্রবার রাতে ইউপি সদস্য নজরুল ইসলাম তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাড়ি যাবার পথে উক্ত স্থানে মাদকদ্রব্য বেচা কেনার প্রতিবাদ করলে এ নিয়ে তার সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে জিবগা সাতুরিয়া গ্রামের মাহবুব হোসেনের ছেলে ফেরদৌস, মাহবুব হোসেন ও শিয়ালকাঠী গ্রামের মোস্তফা হোসেনের ছেলে শাহিন রামদা দিয়ে ইউপি সদস্যকে এলোপাথাড়ি ভাবে কুপিয়ে মারাত্মক জখম করে তার কাছে থাকা নগদ আনুমানিক ৬০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়। এ সময় ডাক চিৎকারে কারে শুনে এলাকাবাসী এসে মাদক কারবারি ফেরদৌসকে ধরে পুলিশের কাছে সোপর্দ করে।
এবং মারাত্মক আহত অবস্থায় নজরুল ইসলামকে কাউখালী উপজেলা হাসপাতালে ভর্তি করে।
এঘটনায় আহত নজরুল ইসলামের বড় ভাই আহসানুল ইসলাম বাদী হয়ে কাউখালী থানায় মামলা দায়ের করেন।
এ ব্যাপারে কাউখালী থানার ভারপ্রাপ্ত (ওসি ) ইয়াকুব হোসাইন বলেন, ঘটনা শুনে তাৎক্ষণিকভাবে পুলিশ পাঠিয়ে ঘটনাস্থল থেকে একজনকে গ্রেফতার করা হয়েছে। থানায় মামলা হয়েছে। মূল আসামি ফেরদৌসকে গ্রেফতার করে শনিবার আদালতে সোপর্দ করা হয়েছে।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স