ঢাকা , বৃহস্পতিবার, ০৯ অক্টোবর ২০২৫ , ২৪ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

মির্জাগঞ্জে নারী ও শিশু অধিকার ফোরামের সভা অনুষ্ঠিত


আপডেট সময় : ২০২৫-১০-০৯ ১৮:৪১:৩০
মির্জাগঞ্জে নারী ও শিশু অধিকার ফোরামের সভা অনুষ্ঠিত মির্জাগঞ্জে নারী ও শিশু অধিকার ফোরামের সভা অনুষ্ঠিত
 
এস কে মিন্টু, মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর মির্জাগঞ্জে নারী ও শিশু অধিকার ফোরামের সভা অনুষ্ঠিত হয়েছে।

 
বৃহস্পতিবার ( ৯ অক্টোবর ) বিকাল ৫ টায় উপজেলার কাকড়াবুনিয়া ইউনিয়নের গাজীপুরা বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্নে নারী ও শিশু অধিকার ফোরামের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। 

 
কাকড়াবুনিয়া ইউনিয়ন নারী ও শিশু অধিকার ফোরামের সাধারণ সম্পাদক মোসা. রিমন আক্তারের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সদস্য কামাল হোসেন বাবুলের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন, পটুয়াখালী জেলা নারী ও  শিশু অধিকার ফোরামের সভানেত্রী মোসা. জেসমিন জাফর।

 
বিশেষ অতিথি ছিলেন, দুমকি উপজেলা নারী ও শিশু অধিকার ফোরামের সাংগঠনিক সম্পাদক ফাতেমা আক্তার কচি, উপজেলা নারী ও শিশু অধিকার ফোরামের নেত্রী মোসা. রহিমা বেগম, বিএনপি নেতা মো. নাসির তালুকদার প্রমুখ।

 
এছাড়াও বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন। সভায় বক্তারা দেশের বর্তমান প্রেক্ষাপট এবং নারী ও শিশু অধিকার বিষয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন।


 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ