ঢাকা , বৃহস্পতিবার, ০৯ অক্টোবর ২০২৫ , ২৪ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

নির্বাচনের আগেই লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে -অধ্যক্ষ আব্দুর রব

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৫-১০-০৯ ১৮:৩৭:৪২
নির্বাচনের আগেই লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে -অধ্যক্ষ আব্দুর রব নির্বাচনের আগেই লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে -অধ্যক্ষ আব্দুর রব
নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ আব্দুর রব বলেছেন, নির্বাচনের আগেই লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে। তিনি বলেন, "সরকার আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচনের টাইমলাইন ঘোষণা করেছে; কিন্তু সরকারকে অবশ্যই নির্বাচনের পূর্বে জুলাই সনদের আইনি ভিত্তি, ফ্যাসিস্টদের বিচার দৃশ্যমান এবং নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে।"


আজ ঢাকা-৫ (যাত্রাবাড়ী-ডেমরা) আসনের ভোটকেন্দ্র পরিচালকদের কর্মশালায় প্রধান অতিথির বক্তেব্যে তিনি এসব কথা বলেন। এসময় তিনি উপস্থিত জামায়াতে ইসলামীর ভোটকেন্দ্র পরিচালকদের উদ্দেশ্যে দিকনির্দেশনা দিয়ে বলেন, আমাদের লক্ষ্য হচ্ছে বিজয়। সেই লক্ষ্য বাস্তবায়নের জন্য প্রতিটি ভোটারের দোরগোড়ায় পৌঁছাতে হবে। নির্বাচনী ফলাফল যেন কেউ প্রভাবিত করতে না পারে, তা নিশ্চিত করতে পোলিং এজেন্টদের গোলরক্ষকের ভূমিকা পালন করতে হবে। তিনি আরও বলেন, "মনে রাখতে হবে, দেশপ্রেমিক মানুষ ন্যায়ের ও সত্যের পক্ষে রায় প্রদান করতে মুখিয়ে আছে- যার প্রতিফলন জাতি ডাকসু ও জাকসু নির্বাচনে দেখতে পেয়েছে।" আগামী জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হলে ডাকসু-জাকসুর মতোই জনগণ ইসলামের পক্ষে এক নিরব বিপ্লব ঘটাবে। সেই বিপ্লব ছিনিয়ে নিতে ষড়যন্ত্রকারীরা নানারকম চক্রান্ত করবে। সকল ষড়যন্ত্র ও চক্রান্তের বিষয়ে সজাগ থাকতে তিনি উপস্থিত সকলের প্রতি আহ্বান জানান।


ঢাকা-৫ আসনের জামায়াতে ইসলামীর নির্বাচন পরিচালক ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের ঢাকা মহানগরী দক্ষিণের সভাপতি আব্দুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি, ঢাকা-৫ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মোহাম্মদ কামাল হোসেন বলেন, জনগণ সুযোগ দিলে ঢাকা-৫ সংসদীয় এলাকাকে দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজমুক্ত শান্তির নীড় হিসেবে গড়ে তোলা হবে। দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজদের বিরুদ্ধে জামায়াতে ইসলামীর সংগ্রাম অব্যাহত থাকবে। জামায়াতে ইসলামী সন্ত্রাস ও দুর্নীতি দমনে বদ্ধপরিকর। তিনি ঢাকা-৫ সংসদীয় এলাকাকে শান্তির নীড় হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে স্থানীয়দের সহযোগিতা ও সমর্থন কামনা করেন।
   

ঢাকা-৫ আসনে জামায়াতে ইসলামীর নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব মোহাম্মদ আলীর পরিচালনায় অনুষ্ঠিত কর্মশালায় অন্যান্যে মধ্যে উপস্থিত ছিলেন, ডেমরা পূর্ব থানা আমীর মোজাফফর হোসেন, ডেমরা দক্ষিন থানা আমীর মির্জা হেলাল, যাত্রাবড়ী পূর্ব থানা আমীর শাহজাহান খান, যাত্রাবাড়ী পশ্চিম থানা আমীর মাওলানা জাকির হোসেন, যাত্রাবাড়ী থানা আমীর মাওলানা সাদেক বিল্লাহ, যাত্রাবাড়ী উত্তর থানা আমীর আবুল হোসেন, যাত্রাবাড়ী মধ্য থানা আমীর এডভোকেট আবুল কালাম আজাদ প্রমুখ।



 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ