ঢাকা , বৃহস্পতিবার, ০৯ অক্টোবর ২০২৫ , ২৪ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

ধোপাজান নদীতে অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবীতে মানববন্ধন


আপডেট সময় : ২০২৫-১০-০৯ ১৮:৩৩:৫১
ধোপাজান নদীতে অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবীতে মানববন্ধন ধোপাজান নদীতে অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবীতে মানববন্ধন
মোশারফ হোসেন লিটন সুনামগঞ্জ:
 
অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবীতে বিশ্বম্ভরপুর উপজেলার মনিপুরী হাটিতে ধোপাজান নদীর পাড়ে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি বাংলাদেশ আভ্যন্তরীণ  নৌ পরিবহন কর্তৃপক্ষ কর্তৃক লিমপিড  ইঞ্জিনিয়ারিং নামক কোম্পানিকে ধোপাজান নদীতে বিট বালু উত্তোলনের অনুমতি দেয়। এরপর থেকেই লিমপিডের লোকজন পরিবেশ বিধ্বংসী খননযন্ত্র ও ড্রেজার ব্যবহার করে ধোপাজান নদীতে বালু উত্তোলন করছে। 



 
নদীতে বালু উত্তোলনের ফলে দুই পাড় ক্ষতিগ্রস্ত হচ্ছে, বাড়ীঘর, স্কুল, মাদ্রাসা প্রভৃতি নদীগর্ভে বিলিন হওয়ার আশংকা দেখা দিয়েছে। এর প্রতিবাদে ধোপাজান নদীর পাড়ের ক্ষতিগ্রস্ত জনসাধরণের উদ্যোগে বৃহস্পতিবার সকাল ১১ ঘটিকায় এক বিশাল মানববন্ধন আয়োজন করে।



এতে বক্তারা বলেন, ধোপাজান নদীতে নাব্যতার সংকট নেই, বিআইডব্লিওটিএ খনিজ বালু উত্তোলনের অনুমতি প্রদানের কর্তৃপক্ষও নয়। বিটি বালুর নামে সম্পূর্ণ অবৈধভাবে খনিজ বালু উত্তোলন করা হচ্ছে। এতে প্রকৃতি ও পরিবেশের ব্যাপক ক্ষতি হচ্ছে। বক্তরা অবিলম্বে বালু উত্তোলন বন্ধের দাবি জানান। 

 

মানববন্ধনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ পরিবেশ রক্ষা আন্দোলন এর সভাপতি জনাব একেএম আবু নাছার, হাউসের নির্বাহী পরিচালক জনাব সালেহিন চৌধুরী শুভ, সুনামগঞ্জ পরিবেশ রক্ষা আন্দোলন এর সাধারণ সম্পাদক ফজলুল করিম সাঈদ  নৌযান সমবায় সমিতির সভাপতি জনাব মোঃ হাফিজ রহমান, জনাব মোঃ আব্দুল গফুর জনাব বিশ্বম্ভপুর নৌযান সমবায় সমিতির সভাপতি জনাব মোঃ মমিনুল হক জনাব মোঃ আবু ইউসুফ প্রমুখ।
 
 

 
 
 




 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ