স্টাফ রিপোর্টারঃ
নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) জেলার দুর্গাপুর উপজেলার আড়াপাড়া সীমান্ত এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৩৯ বোতল ভারতীয় মদ জব্দ করেছে। বুধবার (৮ অক্টোবর) রাতে এ অভিযান পরিচালনা করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ৩১ বিজিবির দুর্গাপুর উপজেলার বিজয়পুর বিওপির একটি টহল দল রাত ৯টার দিকে আড়াপাড়া সীমান্ত এলাকায় অভিযান চালায়। অভিযানের সময় মালিকবিহীন অবস্থায় আমদানি নিষিদ্ধ ৩৯ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়।
বিজিবি ৩১ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এস এম কামরুজ্জামান বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল ১০টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি আরও জানান, জব্দকৃত মদ বৃহস্পতিবার সকালে নেত্রকোনা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নিকট হস্তান্তর করা হয়েছে।
বিজিবি জানায়, মাদক চোরাচালান প্রতিরোধে সীমান্ত এলাকায় নিয়মিত টহল ও গোয়েন্দা নজরদারি কার্যক্রম জোরদার করা হয়েছে।