ঢাকা , বৃহস্পতিবার, ০৯ অক্টোবর ২০২৫ , ২৪ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

কাউখালীতে জাতীয় কন্যা দিবস উদযাপন


আপডেট সময় : ২০২৫-১০-০৯ ১৮:০২:২২
কাউখালীতে জাতীয় কন্যা দিবস উদযাপন কাউখালীতে জাতীয় কন্যা দিবস উদযাপন
 
কাউখালী প্রতিনিধি। 
 
পিরোজপুরের কাউখালীতে আমি কন্যা শিশু, স্বপ্ন গড়ি, সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি, এই মূল প্রতিপাদ্যকে সামনে রেখে ২০২৫ জাতীয় কন্যা শিশু দিবস এক উদ্দীপনাময় অনুষ্ঠানের মাধ্যমে পালিত হয়। এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে বৃহস্পতিবার (৯ অক্টোবর) বেলা সাড়ে এগারোটায় উপজেলা পরিষদের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুদীপ্ত দেবনাথের সভাপতিত্বে ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নূরে জান্নাত ফেরদৌসীর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার প্রদীপ কুমার হালদার, উপজেলা সমবায় অফিসার অহিদুজ্জামান খান, উপজেলা সমাজসেবা অফিসার মতিউর রহমান, বিআরডিবি অফিসার মোঃ মাসুম মিয়া, কাউখালী থানার এসআই মোঃ মাসুদ, কাউখালী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক যুথিকা কুন্ডু, প্রেস ক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক রিয়াদ মাহমুদ সিকদার, কিশোরী সংগঠক সুজাতা কুণ্ড প্রমুখ। আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষকবৃন্দ, গণমাধ্যম কর্মী এবং অন্যান্য সংশ্লিষ্ট ব্যক্তিরা। সভায় বক্তারা কন্যা শিশুর অধিকার, নিরাপত্তা, শিক্ষা ও আত্মনির্ভরশীলতার গুরুত্ব নিয়ে আলোচনা করেন।


 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ