স্টাফ রিপোর্টারঃ
নেত্রকোনার আটপাড়া উপজেলার সুখারী ইউনিয়ন বিএনপি সভাপতি তারা মিয়ার ছেলেকে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার (৮ অক্টোবর) রাতে অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে হাত-পা ও মুখ বেঁধে ধারালো অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে বিলের ধারে ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেন।
এ বিষয়ে আটপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশরাফুজ্জামান এর সাথে মুঠোফোনে কথা হলে তিনি জানান, “আমরা তারা মিয়ার সঙ্গে কথা বলেছি। আহত ব্যক্তিকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি, তবে সকালে ঘটনাটি তদন্ত করা হবে।” ঘটনাটি এলাকায় ব্যাপক উদ্বেগ ও আতঙ্কের সৃষ্টি করেছে।