ঢাকা , বৃহস্পতিবার, ০৯ অক্টোবর ২০২৫ , ২৪ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

বিরল রোগে আক্রান্ত মাদরাসা ছাত্র নাজমুল, চিকিৎসায় দরকার ১২ লাখ টাকা।


আপডেট সময় : ২০২৫-১০-০৯ ১৭:১৪:২৬
বিরল রোগে আক্রান্ত মাদরাসা ছাত্র নাজমুল, চিকিৎসায় দরকার ১২ লাখ টাকা। বিরল রোগে আক্রান্ত মাদরাসা ছাত্র নাজমুল, চিকিৎসায় দরকার ১২ লাখ টাকা।


ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: 

ব্রাহ্মণবাড়িয়া শহরের ভাদুঘর জামিয়া সিরাজিয়া দারুল উলুম মাদরাসার দাওরায়ে হাদিসের মেধাবী ছাত্র নাজমুল হাসান জন্মগতভাবে আক্রান্ত হয়েছেন এক বিরল ও জটিল রোগে- Klippel-Trénaunay Syndrome (KTS)। এই রোগে নাজমুলের ডান পা অস্বাভাবিকভাবে ফুলে বড় হয়ে গেছে এবং রক্তনালীগুলোতে গুরুতর জটিলতা দেখা দিয়েছে। ফলে তার চলাফেরা অত্যন্ত কষ্টকর হয়ে উঠেছে। মাঝে মাঝে পা ফেটে রক্ত বের হওয়ায় তার জীবনও ঝুঁকিতে পড়ে।



বাংলাদেশে এই রোগের চিকিৎসার কোনো বিশেষায়িত ব্যবস্থা না থাকায় মেডিকেল বোর্ডের পরামর্শক্রমে নাজমুল বর্তমানে ভারতের চেন্নাইয়ের Kauvery Hospital- এ চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন, তার শারীরিক অবস্থার উন্নতির জন্য নিয়মিত চিকিৎসা, ফলোআপ এবং একটি জটিল অপারেশন অত্যাবশ্যক। অপারেশন না করালে তার শরীরের অবস্থা আরও দ্রুত অবনতির দিকে যেতে পারে।



চিকিৎসা এবং অপারেশনে মোট ব্যয় হবে প্রায় ১০ থেকে ১২ লাখ টাকা, যা নাজমুলের অসহায় পরিবার বহন করতে পারছে না। ইতিমধ্যে শুভানুধ্যায়ীদের সহযোগিতায় প্রায় তিন লক্ষ টাকা তহবিল গঠন হয়েছে, তবে বাকি টাকারমুখ অভাবে চিকিৎসা চালিয়ে যাওয়া অনিশ্চিত।

জামিয়া সিরাজিয়া দারুল উলুম মাদরাসার শিক্ষকবৃন্দ ও সহপাঠীরা সকলের সহযোগিতা কামনা করেছেন:-


সহযোগিতার মাধ্যম:

বিকাশ/নগদ: ০১৭১১৭৭৫২১৩ (পারসোনাল)

ব্যাংক হিসাব:
Account No: 9901187977014

Name: Nazmul Hasan

Bank: Al-Arafah Islami Bank PLC, Brahmanbaria Branch.

Routing No (Foreign Remittance): 015270609

Routing No (BEFTN/RTGS): 015120438




 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ