ঢাকা , বৃহস্পতিবার, ০৯ অক্টোবর ২০২৫ , ২৪ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

কেন্দুয়ায় জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা


আপডেট সময় : ২০২৫-১০-০৮ ২২:৪৩:১৮
কেন্দুয়ায় জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কেন্দুয়ায় জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা
 
 
স্টাফ রিপোর্টারঃ 
 
"আমি কন্যাশিশু স্বপ্নগড়ি, সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি" - এই প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় জাতীয় কন্যাশিশু দিবস ২০২৫ উদযাপিত হয়েছে।
 
বুধবার (৮ অক্টোবর) সকাল ১১টার দিকে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
 
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রহিমা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমদাদুল হক তালুকদার।
 
এসময় আরও উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মো. নাঈম উল ইসলাম চৌধুরী, কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আফতাব উদ্দীন, সমবায় কর্মকর্তা কামরুজ্জামান, কেন্দুয়া প্রেসক্লাবের সভাপতি সেকুল ইসলাম খান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল হক ও ব্র্যাকের জেলা ব্যবস্থাপক পলাশ কর প্রমুখ। 
 
বক্তারা বলেন, কন্যাশিশুদের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি গড়ে তোলা ও বাল্যবিবাহ প্রতিরোধে সমাজের প্রত্যেকেরই ভূমিকা রাখা জরুরি।
 
 
অনুষ্ঠান শেষে বাল্যবিবাহ প্রতিরোধে অবদান রাখায় ব্র্যাকের ‘স্বপ্নস্বারথী’ গ্রুপের সদস্যদের মধ্যে সনদ ও পুরস্কার বিতরণ করা হয়। আলোচনা শেষে উপজেলা চত্বরে র‍্যালী অনুষ্ঠিত হয়।




 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ