ঢাকা , বৃহস্পতিবার, ০৯ অক্টোবর ২০২৫ , ২৪ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

আমতলীতে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছেন আমতলী থানা পুলিশ

বিশেষ প্রতিনিধি
আপডেট সময় : ২০২৫-১০-০৮ ২২:১৫:৫২
আমতলীতে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছেন আমতলী থানা পুলিশ আমতলীতে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছেন আমতলী থানা পুলিশ
মোঃ রেদোয়ান বরগুনা জেলা বিশেষ প্রতিনিধি: 
 
বরগুনার আমতলীতে পুলিশের পৃথক অভিযানে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে আমতলী থানা পুলিশ। মঙ্গলবার (৮ অক্টোবর) গভীর রাতে উপজেলার আরপাঙ্গাসিয়া ইউনিয়নের তরিকাটা বাজার এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন:-
১) মোঃ নাসির সিকদার (৪০), পিতা দেলোয়ার সিকদার
২) মোঃ আরিফ চৌকিদার, পিতা নাসির চৌকিদার উভয়েই পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার চাকামাইয়া গ্রামের বাসিন্দা।


আমতলী থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে থানার একটি টিম মঙ্গলবার রাত আনুমানিক ২টা ৩০ মিনিটের দিকে তরিকাটা বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় সন্দেহভাজন দুই ব্যক্তিকে তল্লাশি করে তাদের কাছে থাকা ১৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।


আমতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) দেওয়ান জগলুল হাসান জানান, “মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে আমরা নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছি। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৫ পিস ইয়াবাসহ দুইজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।”


তিনি আরও বলেন, “মাদক একটি সামাজিক ব্যাধি। সমাজকে মাদকের ভয়াল ছোবল থেকে রক্ষা করতে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।”
গ্রেফতারকৃতদের বুধবার সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে থানা সূত্রে জানা গেছে।


 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ