দেবীগঞ্জে রাজনৈতিক তর্কে বিএনপি নেতাকে লাঞ্ছিতের অভিযোগ জামায়াত কর্মীর বিরুদ্ধে
আপডেট সময় :
২০২৫-১০-০৮ ২২:১২:৫৪
দেবীগঞ্জে রাজনৈতিক তর্কে বিএনপি নেতাকে লাঞ্ছিতের অভিযোগ জামায়াত কর্মীর বিরুদ্ধে
মোঃ আকতারুজ্জামান
দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি:
পঞ্চগড়ের দেবীগঞ্জে রাজনৈতিক তর্ক-বিতর্কের জেরে বিএনপির এক নেতাকে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে সোহেল মাহমুদ নামে জামায়াতের এক কর্মীর বিরুদ্ধে।
সোমবার (৬ অক্টোবর) সকাল ১১টার দিকে দেবীগঞ্জ উপজেলার চিলাহাটি ইউনিয়নের ভাউলাগঞ্জ বাজার এলাকায় ঘটনাটি ঘটে। লাঞ্ছিতের শিকার এস. এম. শাহাদুল ইসলাম (৮০) বোদা উপজেলার বড়শশী ইউনিয়ন বিএনপির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক। অন্যদিকে অভিযুক্ত সোহেল মাহমুদ (৩৫) জামায়াতে ইসলামীর সক্রিয় কর্মী এবং এর আগে ইসলামী ছাত্রশিবিরের ভাউলাগঞ্জ সাংগঠনিক থানা কমিটির সাধারণ সম্পাদক ছিলেন।
ঘটনার পরদিন মঙ্গলবার (৭ অক্টোবর) রাতে এস. এম. শাহাদুল ইসলাম দেবীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দেন।
অভিযোগে তিনি উল্লেখ করেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও চেয়ারপারসন খালেদা জিয়াকে নিয়ে কটূক্তি করলে তিনি প্রতিবাদ জানান। এ সময় তর্ক-বিতর্কের এক পর্যায়ে সোহেল মাহমুদ ও তার সহযোগী হাসিবুল ইসলাম ও রইসুল ইসলাম তাকে মারধর করে এবং তার কাছ থেকে ৮৫ হাজার টাকা ছিনিয়ে নেয়।
অভিযুক্ত সোহেল মাহমুদ বলেন, “তিনি (শাহাদুল ইসলাম) জামায়াতে ইসলামকে নিয়ে কটূক্তি করেছেন। বলেছেন—‘মওদূদী কাফের, জামায়াত-শিবির ইসলামের ও রাসুলের দুশমন।’ আমি এসব কথার প্রতিবাদ করেছি, এর বাইরে কিছু করিনি।”
এদিকে ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শাহাদুল ইসলামকে মুক্তিযোদ্ধা পরিচয়ে প্রচারণা চালিয়ে অভিযুক্তদের বিচার দাবি করা হয়। তবে এজাহারে তিনি নিজেকে মুক্তিযোদ্ধা বলে উল্লেখ করেননি। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের বোদা উপজেলার যাচাইকৃত মুক্তিযোদ্ধাদের তালিকায়ও তার নাম পাওয়া যায়নি।
ঘটনার প্রত্যক্ষদর্শী ও ভাউলাগঞ্জ বাজারের মেসার্স শাহীন ফার্মেসির মালিক শাহীন ইসলাম বলেন, “টাকা ছিনতাইয়ের কোনো ঘটনা ঘটেনি। তবে জামায়াতকে নিয়ে বিতর্কিত মন্তব্য করায় সোহেল মাহমুদ মারতে উদ্যত হয়েছিল।” মুক্তিযোদ্ধা প্রসঙ্গে তিনি আরও বলেন, “ঘটনার পর শুনেছি উনি মুক্তিযোদ্ধা, কিন্তু এতদিন ভাউলাগঞ্জে ব্যবসা করছি-কখনো শুনিনি তিনি মুক্তিযোদ্ধা।”
দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সোয়েল রানা বলেন, “এ বিষয়ে এস. এম. শাহাদুল ইসলাম নামে একজন অভিযোগ দিয়েছেন। আমরা জেনেছি তিনি নিজেকে মুক্তিযোদ্ধা হিসেবে পরিচয় দেন। অভিযোগটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স