মো: গোলাম কিবরিয়া
রাজশাহী প্রতিনিধি:
রাজশাহী মহানগরীর একটি ছাত্রীনিবাস থেকে ‘আপত্তিকর অবস্থায়’ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আইন ও ভূমি প্রশাসন বিভাগ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ইতিহাস বিভাগের দুই শিক্ষার্থীকে আটক করেছে স্থানীয়রা। গত শনিবার (৫ অক্টোবর) গভীর রাত দেড়টার দিকে মতিহার থানাধীন কাজলা কেডি ক্লাব সংলগ্ন তন্নী ছাত্রীনিবাস থেকে তাদের আটক করা হয়। পরে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে দুজনের অভিভাবকদের খবর দেওয়া হয়।
জানা যায়, তাদের মধ্যে পূর্ব থেকেই প্রেমের সম্পর্ক ছিল। এদিকে, পরদিন রবিবার (৬ অক্টোবর) সকালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর দপ্তর থেকে উভয় পক্ষের অভিভাবকদের খবর দেওয়ার পর তারা উপস্থিত হয়। এরপর উভয় পরিবারের সদস্যদের জিম্মায় দুই ছাত্র ও ছাত্রীকে ছেড়ে দেওয়া হয়।
জানা গেছে, ঘটনার সময় তন্নী ছাত্রনিবাসে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে মতিহার থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পরে পুলিশ ঢাবি ছাত্রকে আটক করে থানায় নিয়ে যায়। অন্যদিকে, রাবি ছাত্রীকে উদ্ধার করে বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষকের জিম্মায় জুলাই-৩৬ হলে রাখা হয়।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. মাহবুবর রহমান বলেন, উভয় পরিবারের সদস্যরা মুচলেকা দিয়ে গেছেন যে তারা ছেলে এবং মেয়েকে বিয়ে দিয়ে দেবেন। এরপরই মুচলেকায় উভয় পরিবারের জিম্মায় ছাত্র এবং ছাত্রীকে মুক্তি দেওয়া হয়।
মতিহার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল মালেক বলেন, বিশ্ববিদ্যালয়ের দপ্তরে উভয় পক্ষের সম্মতিক্রমে মুচলেকায় তাদের ছেড়ে দেওয়া হয়।