ঢাকা , বৃহস্পতিবার, ০৯ অক্টোবর ২০২৫ , ২৪ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

চট্টগ্রামে প্রাইভেটকারে গুলি, বিএনপি কর্মী নিহত

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৫-১০-০৭ ২৩:০৩:২৫
চট্টগ্রামে প্রাইভেটকারে গুলি, বিএনপি কর্মী নিহত চট্টগ্রামে প্রাইভেটকারে গুলি, বিএনপি কর্মী নিহত
 
এম মনির চৌধুরী রানা চট্টগ্রাম 

চট্টগ্রামের হাটহাজারীতে চলন্ত প্রাইভেটকারে দুর্বৃত্তদের গুলিতে মোহাম্মদ আবদুল হাকিম (৬৫) নামে এক বিএনপি কর্মী নিহত হয়েছেন।

আজ মঙ্গলবার ৭ সেপ্টেম্বর  বিকেলে মদুনাঘাট ব্রিজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেল সাড়ে ৪টার দিকে আবদুল হাকিম প্রাইভেটকারে করে নিজের গরুর খামার থেকে ফেরার পথে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা উদ্ধার করে দ্রুত নগরীর এভার কেয়ার হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত আবদুল হাকিম হাটহাজারী উপজেলার বাগোয়ান ইউনিয়নের পাচখাইন গ্রামের বাসিন্দা। তিনি ওই এলাকায় প্রতিষ্ঠিত হামিম এগ্রো নামের একটি গরুর খামারের মালিক ছিলেন। স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর ঘনিষ্ঠ অনুসারী হিসেবে পরিচিত।


পুলিশ জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ব্যক্তিগত বা রাজনৈতিক বিরোধের জেরে এ হামলার ঘটনা ঘটতে পারে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং হামলাকারীদের শনাক্তে অভিযান চলছে।

স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। তবে এখনো পর্যন্ত কোনো পক্ষ এ ঘটনার দায় স্বীকার করেনি।


 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ