লিটন পাঠান, হবিগঞ্জ প্রতিনিধি:
হবিগঞ্জের মাধবপুরে ইন্টারনেট সংযোগ মেরামতের সময় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মো. রায়হান মিয়া (২৫) নামে এক তরুণ টেকনিশিয়ানের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গত সোমবার (৬-অক্টোবর) রাত ৮টার দিকে উপজেলার দরগাহ গেইট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রায়হান মিয়া সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার মো. মোতালেব মিয়ার ছেলে। তিনি লিংক ৩ নামের একটি ইন্টারনেট সার্ভিস কোম্পানিতে টেকনিশিয়ান হিসেবে কর্মরত ছিলেন স্থানীয় সূত্রে জানা যায়।
রাতে দরগাহ গেইট এলাকায় গ্রাহকের সংযোগ মেরামতের কাজ করছিলেন রায়হান। এ সময় অসাবধানতাবশত বৈদ্যুতিক তারের সংস্পর্শে এসে তিনি গুরুতরভাবে বিদ্যুৎস্পৃষ্ট হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে মাধবপুর ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন।