বিসিবির নতুন সভাপতি হলেন বুলবুল
বিসিবির নতুন সভাপতি হলেন বুলবুল
স্পোর্টস ডেস্ক
নবগঠিত পরিচালনা পর্ষদের ভোটে আগামী ৪ বছরের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নির্বাচিত হলেন আমিনুল ইসলাম বুলবুল। আর আর দুই সহসভাপতি নির্বাচিত হয়েছেন এম শাখাওয়াত হোসেন ও ফারুক আহমেদ।
বিসিবির সবশেষ কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন টেস্ট ক্রিকেটে দেশের প্রথম সেঞ্চুরিয়ান আমিনুল ইসলাম বুলবুল। আর সহসভাপতি পদে ছিলেন নাজমুল আবেদীন ফাহিম।
চব্বিশের ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর বিসিবির সভাপতি হিসেবে দায়িত্ব নিয়েছিলেন ফারুক আহমেদ। তবে পরিচালকদের অনাস্থা ভোটে পদ হারালে তার পরিবর্তে সভাপতি করা হয়েছিল বুলবুলকে। এবার নির্বাচন করে সহসভাপতি পদে ফিরলেন ফারুক।
এর আগে, সোমবার (৬ অক্টোবর) রাজধানীর সোনারগাঁও হোটেলে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন- চলে বিসিবি নির্বাচনের ভোটগ্রহণ। বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী, তিন ক্যাটাগরি থেকে ২৩ জন পরিচালক পদে নির্বাচিত হয়েছেন। আর জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) মনোনীত পরিচালক হন আরও দুজন। সব মিলিয়ে এই ২৫ পরিচালকের ভোটে নির্বাচিত হয়েছেন নতুন সভাপতি।
ক্যাটাগরি-১ থেকে নির্বাচিত হয়েছেন যারা:- ঢাকা বিভাগ থেকে নাজমুল আবেদিন ফাহিম ও আমিনুল ইসলাম বুলবুল, চট্টগ্রাম বিভাগ থেকে আহসান ইকবাল চৌধুরী ও আসিফ আকবর, খুলনা বিভাগ থেকে আব্দুর রাজ্জাক ও জুলফিকার আলি খান, বরিশাল বিভাগ থেকে এম শাখাওয়াত হোসেন, সিলেট বিভাগ থেকে রাহাত শামস, রাজশাহী বিভাগ থেকে মোখলেসুর রহমান ও রংপুর বিভাগ থেকে হাসানুজ্জামান।
ক্যাটাগরি-২ বা ঢাকার ক্লাব ক্যাটাগরি থেকে নির্বাচিত হয়েছেন যারা:- ইশতিয়াক সাদেক, শানিয়ান তানিম, মেহরাব আলম চৌধুরী, ফারুক আহমেদ, আমজাদ হোসেন, মোকসেদুল কামাল, মঞ্জুরুল আলম, আদনান রহমান দিপন, আবুল বাশার শিপলু , ইফতেখার রহমান মিঠু, ফয়জুর রহমান ও নাজমুল ইসলাম।
ক্যাটাগরি-৩ বা সাবেক ক্রিকেটার, বিভিন্ন সরকারি এবং স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানের কোটা থেকে নির্বাচিত হয়েছেন ১ জন। এই ক্যাটাগরিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মনোনীত কাউন্সিলর দেবব্রত পালকে হারিয়ে নির্বাচিত হয়েছেন সাবেক ক্রিকেটার খালেদ মাসুদ পাইলট। জাতীয় ক্রীড়া পরিষদ বা এনএসসি থেকে নির্বাচিত হয়েছেন এম ইসফাক আহসান ও ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স