স্টাফ রিপোর্টারঃ
নেত্রকোনার মোহনগঞ্জে মাঠে গরু আনতে গিয়ে বজ্রপাতে আওয়াল হোসেন (৪৮) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। সোমবার (৬ অক্টোবর) বিকেল ৩টার দিকে উপজেলার জয়পুর গ্রামে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে।
নিহত আওয়াল হোসেন ওই গ্রামের মৃত ওয়াহেদ আলীর ছেলে।
নিহতের শ্যালিকা চায়না আক্তার জানান, বিকেলে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে মাঠে গরু আনতে যান আওয়াল। হঠাৎ বজ্রপাত হলে তিনি ঘটনাস্থলেই মারা যান। পরে স্থানীয়রা তার মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।
মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।