ঢাকা , বৃহস্পতিবার, ০৯ অক্টোবর ২০২৫ , ২৪ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

আদালত প্রাঙ্গণে স্বামীর হাতে স্ত্রী খুন


আপডেট সময় : ২০২৫-১০-০৬ ১৯:৩৪:১২
আদালত প্রাঙ্গণে স্বামীর হাতে স্ত্রী খুন আদালত প্রাঙ্গণে স্বামীর হাতে স্ত্রী খুন
ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ 
সুনামগঞ্জের ধর্মপাশা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গনে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী শরিফা আক্তারের (২৬) মৃত্যু হয়েছে।শরীফার স্বামী আক্তার হোসেন সদর ইউনিয়নের কান্দাপাড়া গ্রামের আব্দুল হেকিম মির্জার ছেলে। সোমবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।  


জানা যায়, প্রায় ৭ বছর আগে নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার দেওথান গ্রামের মৃত রমজান আলীর মেয়ে শরীফার সাথে আক্তার হোসেনের বিয়ে হয়। তাদের ৬ বছর বয়সী একটি মেয়ে রয়েছে। গত ৮ সেপ্টেম্বর আক্তার হোসেন ধর্মপাশা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে শরীফার মা, দুইবোনসহ আরও তিনজনের নামে একটি মামলা করেন। সোমবার সকাল ১০টার দিকে ওই মামলায় হাজিরা দিতে আদালত প্রাঙ্গণে আসেন শরীফা। আর তখনই আক্তার হোসেন শরীফার পিঠে ছুরিকাঘাত করে।



এ সময় আক্তার হোসেন পালিয়ে যেতে চাইলে উপস্থিত জনগণ তাকে আটক পুলিশে সোপর্দ করে। এদিকে শরীফাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে। দুপুর দেড়টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছালে তার মৃত্যু হয়। শরীফার পরিবারের লোকজন জানিয়েছে, যৌতুকের জন্য মারপিঠ করে তার স্বামী তাকে তাড়িয়ে দিয়েছিল। শরীফা গত ১২ জুলাই আক্তার হোসনকে তালাক দিয়েছে।


ধর্মপাশা থানার ওসি মোহাম্মদ এনামুল হক বলেন, স্বামীর ছুরিকাঘাতে শরীফার মৃত্যু হয়েছে। স্বামীকে আটক করে আদালতে সোপর্দ করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়।


 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ