গৌরনদীতে তিতুমীর কলেজ ছাত্রদল নেতার উপর আওয়ামীলীগ নেতা ও তার পুত্র ছাত্রলীগ নেতার হামলা, আহত-৫
আপডেট সময় :
২০২৫-১০-০৬ ১৯:২৮:১৯
গৌরনদীতে তিতুমীর কলেজ ছাত্রদল নেতার উপর আওয়ামীলীগ নেতা ও তার পুত্র ছাত্রলীগ নেতার হামলা, আহত-৫
গৌরনদী প্রতিনিধি:
বরিশালের গৌরনদী উপজেলা আওয়ামীলীগের সদস্য ও সাবেক মেয়র মোঃ আলাউদ্দিন ভুইয়া (৫৭) তার পুত্র সরকারি গৌরনদী কলেজ ছাত্রলীগের সদস্য অনিক ভূইয়া ও তাদের সহযোগীরা রোববার রাতে গৌরনদী উপজেলার আশোকাঠি ফিলিং ষ্টেশনে তিতুমীর কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারন সম্পাদক নুর হোসেন আকাশ (৩২)র উপর হামলা চালিয়ে পিটিয়ে আহত করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। হামলায় ৫ ছাত্রদল নেতা আহত হন। এ ঘটনায় সোমবার গৌরনদী মডেল থানায় লিখিত দায়ের করেছে। ছাত্রদল নেতার উপর হামলার প্রতিবাদ হামলাকারী আওয়ামীলীগ নেতা আলাউদ্দিন ভূইয়া ও পুত্র ছাত্রলীগ নেতা অনিক ভূইয়াকে গ্রেপ্তারের দাবিতে সোমবার বিকেলে উপজেলা ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ ও প্রতিবাদ সভা গৌরনদী বাসষ্টান্ডে অনুষ্ঠিত হয়।
প্রত্যক্ষদর্শী স্থাণীয় লোকজন ও ছাত্রদলনেতারা জানান, ঢাকা তিতুমীর কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারন সম্পাদক নুর হোসেন আকাশ রোববার বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হয়ে রাত ৯টার দিকে গৌরনদী উপজেলার আশোকাঠি ফিলিং ষ্টেশনে পৌছে জুতা পায়ে শৌচাগারে যান। এ সময় পাম্পের কর্মচারী মহিউদ্দিন (২৫) বাধা দিলে এ নিয়ে কর্মচারীর সাথে ছাত্রদল নেতার কথার কাটাকাটির এক পর্যায়ে পাম্পের মালিক আওয়ামীলীগ নেতা ও সাবেক মেয়র আলাউদ্দিন ভূইয়া ও তার পুত্র কলেজ ছাত্রলীগ নেতা দলবল নিয়ে ছাত্রদল নেতার উপর হামলা চালিয়ে পিটিয়ে আহত করে। এ খবর ছড়িয়ে পড়লে গৌরনদী উপজেলা ছাত্রদলের সভাপতি মোঃ রুবেল গোমস্তাসহ শতাধিক ছাত্রদল নেতারা ঘটনাস্থলে পৌছে আওয়ামীলীগ নেতা আলাউদ্দিনের কাছে হামলার কারন জানতে চান। উভয়ের মধ্যে তর্কাতর্কির এক এক পর্যায়ে ছাত্রদল নেতা কর্মিরা পাল্টা হামলা চালিয়ে গৌরনদী উপজেলা আওয়ামীলীগের সদস্য ও সাবেক মেয়র মোঃ আলাউদ্দিন ভুইয়া (৫৭) তার পুত্র সরকারি গৌরনদী কলেজ ছাত্রলীগের সদস্য অনিক ভূইয়াকে মারধর করে।
তিতুমীর কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারন সম্পাদক নুর হোসেন আকাশ অভিযোগ করে বলেন, আমি জুতা পায়ে ওয়াস রুমে গেলে কর্মচারীর সঙ্গে তর্ক হওয়ার মধ্যেই আকস্মীকভাবে আমার উপর পাম্পের মালিক আওয়ামীলীগ নেতা আলাউদ্দিন ও তার ছেলে ছাত্রলীগ নেতা অনিক ভুইয়া হামলা চালায়।
এ প্রসঙ্গে জানতে চাইলে গৌরনদী উপজেলা ছাত্রদলের সভাপতি মোঃ রুবেল গোমস্তা অভিযোগ করে বলেন, ছাত্রদলের কেন্দ্রীয় নেতার উপর অন্যায়ভাবে আওয়ামীরীগ নেতা আলাউদ্দিন ও তার পুত্র ছাত্রলীগ নেতা অনিক ভূইয়া দলবল নিয়ে হামলা চালিয়ে আহত কাছে। বিষয়টি জানার পরে আমারা পাম্পে এসে হামলার কারন জানতে চাইলে আমাদের উপর পুনরায় পিতাপুত্র দলবল নিয়ে হামলা চালায়। পরবর্তিতে ছাত্রদল পাল্টা হামলা চালায়। ছাত্রদল নেতার উপর হামলার অভিযোগ সম্পর্কে জানতে আওয়ামীলীগ নেতা আলাউদ্দিন ভূইয়া ও তার পুত্র অনিক ভুইয়ার কাছে ফোন দিলে তা ধরেননি।
গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ তরিকুল ইসলামের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, রাতে ছাত্রদল নেতার উপর হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্তিতি নিয়ন্ত্রনে আনেন। এ ঘটনায় ছাত্রদলের পক্ষ থেকে লিখিত অভিযোগ দায়ের করেছে। এদিকে ছাত্রদল নেতার উপর হামলার প্রতিবাদ হামলাকারী আওয়ামীলীগ নেতা আলাউদ্দিন ভূইয়া ও পুত্র ছাত্রলীগ নেতা অনিক ভূইয়াকে গ্রেপ্তারের দাবিতে সোমবার বিকেলে উপজেলা ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ ও প্রতিবাদ সভা গৌরনদী বাসষ্টান্ডে অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সভার সভাপতিত্বে করেন উপজেলা ছাত্রদলের সভাপতি মোঃ রুবেলে গোমস্তা। বক্তব্য রাখেন ছাত্রদল উপজেলা, পৌর ও কলেজ কমিটির নেতৃবৃন্দ।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স