ঢাকা , বৃহস্পতিবার, ০৯ অক্টোবর ২০২৫ , ২৪ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

পুকুরে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু


আপডেট সময় : ২০২৫-১০-০৬ ১৯:০৯:৩০
পুকুরে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু পুকুরে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু
 
আব্দুল্লাহ আল নোমান, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) সংবাদদাতা:
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় সাফুয়ান নামের দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ সোমবার সকাল ৯ ঘটিকায় চরহোসেনপুর গ্রামে এ মৃত্যুর ঘটনা টি ঘটে। সাফুয়ান ঈশ্বরগঞ্জ উপজেলার উচাখিলা ইউনিয়নের গোল্লা জয়পুর গ্রামের ইসমাইল হোসেনের ছেলে।
 
 
নিহতের পরিবার সূত্রে জানাযায়, সাফুয়ান দীর্ঘদিন ধরে ঈশ্বরগঞ্জ সদর ইউনিয়নের চরহোসেনপুর গ্রামে তার নানাবাড়িতে মায়ের সঙ্গেই বসবাস করছিল। আজ সকালে সাফুয়ান তার নানাবাড়ীর একটি পুকুরের পাশে খেলা করছিল। হঠাৎ সাফুয়ানকে খেলও দেখতে না পেয়ে তার স্বজনরা তাকে খুঁজতে থাকে। 

 
খোঁজাখুঁজির পর একপর্যায়ে স্বজনেরা তাকে পুকুরের পানিতে ভাসতে দেখে। পরে স্বজনেরা তাকে, উদ্ধার করে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক সাফুয়ানকে মৃত ঘোষণা করেন। সাফুয়ানের এ মৃত্যুর টনায় পরিবারে ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ