ঢাকা , বৃহস্পতিবার, ০৯ অক্টোবর ২০২৫ , ২৪ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

নেত্রকোণায় যানজট নিরসন ও ফুটপাত দখলমুক্ত করতে জেলা প্রশাসকের অভিযান


আপডেট সময় : ২০২৫-১০-০৫ ১৮:০৮:৩৫
নেত্রকোণায় যানজট নিরসন ও ফুটপাত দখলমুক্ত করতে জেলা প্রশাসকের অভিযান নেত্রকোণায় যানজট নিরসন ও ফুটপাত দখলমুক্ত করতে জেলা প্রশাসকের অভিযান
 
 
স্টাফ রিপোর্টারঃ 
নেত্রকোণা শহরের যানজট নিরসন ও ফুটপাত দখলমুক্তকরণের অংশ হিসেবে জেলা প্রশাসন ও পৌরসভার যৌথ উদ্যোগে অভিযান পরিচালিত হয়েছে। শনিবার (৫ অক্টোবর) সকাল থেকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে তেরি বাজার পর্যন্ত এ অভিযান চলে।

 
অভিযানে ফুটপাত দখলমুক্ত করা হয় এবং সড়কে অবৈধভাবে পার্কিং করা অটো, ভ্যান, মোটরবাইক, ফল ও সবজির দোকানসহ বিভিন্ন প্রতিবন্ধকতা সরিয়ে দেওয়া হয়।
 

এসময় জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান উপস্থিত থেকে দিকনির্দেশনা প্রদান করেন। তিনি দোকানদারদের নিজ নিজ দোকানের সামনে সড়ক ও ফুটপাত দখলমুক্ত রাখার আহ্বান জানান এবং নিয়ম অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার সতর্কবার্তা দেন।

 
অভিযানে উপস্থিত ছিলেন, পৌরসভার প্রশাসক মো. আরিফুল ইসলাম সরদার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শামীমা ইয়াসমিন, উপজেলা নির্বাহী অফিসার (সদর) আসমা বিনতে রফিক, সহকারী কমিশনার (ভূমি) মো. শামসুজ্জামান আসিফসহ জেলা প্রশাসনের কর্মকর্তারা।

 
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, শহরের সৌন্দর্য ও নাগরিক চলাচল স্বাভাবিক রাখতে এমন অভিযান নিয়মিতভাবে চলবে।




 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ