ঢাকা , বৃহস্পতিবার, ০৯ অক্টোবর ২০২৫ , ২৪ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

বাইশারীতে আগুনে রাবার ধুমঘর ভস্মীভূত: ক্ষতি প্রায় ১২ লাখ টাকা


আপডেট সময় : ২০২৫-১০-০৫ ১৭:৫৩:১৫
বাইশারীতে আগুনে রাবার ধুমঘর ভস্মীভূত: ক্ষতি প্রায় ১২ লাখ টাকা বাইশারীতে আগুনে রাবার ধুমঘর ভস্মীভূত: ক্ষতি প্রায় ১২ লাখ টাকা
হেলাল উদ্দীন (মিঞাজী) নাইক্ষ্যংছড়ি,
(বান্দরবান ) প্রতিনিধিঃ
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে মো. আলা উদ্দিন কোম্পানির রাবার ধুমঘরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় ৫ টন রাবার পুড়ে ছাই হয়ে যায়। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১২ লাখ টাকা বলে ধারণা করা হচ্ছে।


রবিবার (৫ অক্টোবর) ভোর আনুমানিক ৫টার দিকে ধুমঘর থেকে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়লে এলাকাবাসী ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালান। পরে নাইক্ষ্যংছড়ি ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।


কোম্পানির সুপারভাইজার মোহাম্মদ ইউনুস বলেন, “আগুন লাগার সময় আমরা কেউই ঘটনাস্থলে ছিলাম না। ধারণা করা হচ্ছে ধুমঘরের চুলা থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। এতে প্রায় ৫ টন রাবার পুড়ে গেছে, ক্ষতির পরিমাণ আনুমানিক ১২ লাখ টাকার মতো।


এলাকাবাসীর দাবি, রাবার ধুমঘরে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং ক্ষয়ক্ষতির পরিমাণও বেড়ে যায়।


এ ঘটনার বিষয়ে নাইক্ষ্যংছড়ি ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. শাহিনুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে এ প্রতিবেদককে বলেন, ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই। প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ধুমঘরের চুলা অতিরিক্ত গরম হয়ে যাওয়ায় সেখান থেকেই আগুনের সূত্রপাত ঘটে।”
এ ঘটনায় এলাকায় ব্যাপক আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়াতে রাবার ধুমঘরগুলোতে অগ্নিনির্বাপণ সরঞ্জাম ও নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন। 


 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ