ঢাকা , বৃহস্পতিবার, ০৯ অক্টোবর ২০২৫ , ২৪ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

খেলাধুলা ও সুস্থ সংস্কৃতি মানুষের বিবেক জাগ্রত করে -মিয়াজ উদ্দিন মাস্টার


আপডেট সময় : ২০২৫-১০-০৫ ১৭:৪৭:৪২
খেলাধুলা ও সুস্থ সংস্কৃতি মানুষের বিবেক জাগ্রত করে -মিয়াজ উদ্দিন মাস্টার খেলাধুলা ও সুস্থ সংস্কৃতি মানুষের বিবেক জাগ্রত করে -মিয়াজ উদ্দিন মাস্টার
তৈয়বুর রহমান (কালীগঞ্জ) গাজীপুরঃ
খেলাধুলার মাধ্যমে সামাজিক ব্যাধি থেকে যুব সমাজকে দূরে রাখে। খেলাধুলা ও সুস্থ সংস্কৃতি মানুষের বিবেক জাগ্রত করে। বর্তমানে অধিকাংশ যুবসমাজ বিভিন্ন নেশা ও অপকর্মের  সাথে জড়িয়ে পরছে। আমরা যদি যুব সমাজকে রক্ষা করতে না পারি তাহলে বাংলাদেশের ভবিষ্যৎ অন্ধকার। যুব সমাজকে বাঁচাতে হলে সুস্থ রাজনীতি ও সংস্কৃতির পরিবর্তন আসা দরকার। ইসলাম একটি শান্তির ধর্ম। বাংলাদেশ জামায়াতে ইসলাম এই দেশটিকে একটি মানবিক বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে চায়। যেখানে সব ধরনের সুযোগ সুবিধা দেশের সাধারণ জনগণ ভোগ করবে। খেলাধুলা একটি সুস্থ বিনোদন। খেলার মধ্যে দুটি পক্ষ থাকবে কিন্তু কোন প্রকার হিংসা বিদ্বেষ থাকবে না। আমরা সুন্দর একটি খেলা উপহার দিব। খেলার মাধ্যমে আমাদের মানসিকতার পরিচয় তুলে ধরব। খেলার মাধ্যে প্রতিযোগিতা রয়েছে প্রতিহিংসামূলক কোন কাজ আমরা করবো না। বাংলাদেশের জাতীয় পর্যায়ের খেলোয়াড়রা গ্রাম থেকে উঠে এসেছে। তোমাদের জীবনে একটি লক্ষ্য থাকতে হবে খেলাধুলার মাধ্যমে ভালো পর্যায়ে পৌঁছে যাওয়ার। বাংলাদেশ জামায়াতে ইসলাম কালীগঞ্জ উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়ন শাখার উদ্যোগে আয়োজিত ফুটবল  টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় প্রধান অতিথির বক্তব্যে গাজীপুর মহানগর বাসন থানার জামায়েত আমীর মোঃ মিয়াজ উদ্দিন মাস্টার এসব কথা বলেন। 
 

শনিবার বিকেলে আজমতপুর কলেজ মাঠে ইউনিয়ন জামায়েত আমীর মাওঃ জাকির হোসেন দর্জির সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইউনিয়ন জামাতের সাবেক আমীর এএসএম সেলিম, সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল ভূঁইয়া। এডভোকেট লুৎফুর রহমান প্রমুখ। উদ্বোধনী খেলায় ৯ নং ওয়ার্ড ২-০ গোলে ৪ নং ওয়ার্ড কে পরাজিত করে  সেমি ফাইনাল উত্তীর্ণ হয়। 



 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ