৬ দফা দাবিতে বুড়িচংয়ে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে স্বাস্থ্য সহকারীরা
আপডেট সময় :
২০২৫-১০-০৫ ১৭:৩১:১৫
৬ দফা দাবিতে বুড়িচংয়ে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে স্বাস্থ্য সহকারীরা
মোঃ আবদুল্লাহ বুড়িচং।।
ছয় দফা দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে গেছে বুড়িচং উপজেলার স্বাস্থ্য সহকারীরা। আজ রবিবার (৫ অক্টোবর) সকাল ৯টা থেকে এ কর্মবিরতি শুরু হয়।
বিভিন্ন ইউনিয়ন থেকে স্বাস্থ্য সহকারী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য পরিদর্শক সহ কর্মরত সকলে কর্মসূচিতে অংশ নেন। বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশন বুড়িচং শাখার উদ্যোগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গনে এ কর্মবিরতি পালন করা হয়।
তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে নিয়োগবিধি সংশোধন, শিক্ষাগত যোগ্যতা হিসেবে স্নাতক (সমমান) সংযোজন, ১৪তম গ্রেড প্রদান, ইন-সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে ১১তম গ্রেডে উন্নীতকরণ, টেকনিক্যাল পদমর্যাদা প্রদান এবং পদোন্নতিতে ধারাবাহিকভাবে উচ্চতর গ্রেড প্রদান।
স্বাস্থ্য সহকারীদের অভিযোগ, তারা দীর্ঘদিন ধরে বৈষম্যের শিকার হয়ে আসছেন। দীর্ঘদিন ধরে তারা ন্যায্য দাবি বাস্তবায়নের লক্ষে আন্দোলন করেও কোনো সিদ্ধান্ত না পাওয়ায় তারা বাধ্য হয়ে এ কর্মবিরতিতে গেছেন। ১ অক্টোবর থেকে সারা দেশের ন্যায় বুড়িচং উপজেলায় ইপিআই সহ স্বাস্থ্য বিভাগের তূণমূল পর্যায়ের সকল কার্যক্রম বন্ধ রেখে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু করেছেন এবং দাবি পূরণ না হওয়া পর্যন্ত এ কর্মবিরতি অব্যাহত রাখার ঘোষণা দেন।
কর্মবিরতিতে বাংলাদেশ হেলথ্ এসিস্ট্যান্ট এসোসিয়েশন বুড়িচং উপজেলা শাখার সভাপতি জনাব মোঃ আব্দুল্লাহ আল মামুন ভূইয়া এবং সাধারণ সম্পাদক জনাব মোঃ হাবিবুর রহমানসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স