বিরামপুরে আদিবাসী ফুটবল টুর্ণামেন্ট শুরু
আপডেট সময় :
২০২৫-১০-০৪ ১৯:৫৭:৫১
বিরামপুরে আদিবাসী ফুটবল টুর্ণামেন্ট শুরু
মোঃ আফজাল হোসেন, ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধি:
বিরামপুর উপজেলার আদিবাসী (সাঁওতাল) অধ্যুসিত এলাকার সোনাজুড়ি মাঠে গত শুক্রবার ১৬তম আদিবাসী ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন করা হয়েছে। গত শুক্রবার সকাল সাড়ে ১১ উদ্বোধনী খেলায় অংশ গ্রহণ করে সেতাবগঞ্জ এসএসসি ব্যাচ ২২-২৩ ও রাজশাহী অ্যাডভেন্টিস্ট ইয়্যুথ ক্লাব।
খেলার উদ্বোধন করেন, বিরামপুর থানার ওসি (তদন্ত) আতাউর রহমান, সাপ্তাহিক বিরামপুর বার্তার ভারপ্রাপ্ত সম্পাদক মোঃ আব্দুল কুদ্দুস, সাব-রেজিষ্টার বার্নার্ড মার্ডি ও দিনাজপুর ধর্ম প্রদেশের ফাদার কেরোবিন বাকলা।
এসময় তাদের সাথে ছিলেন, ইউপি চেয়ারম্যান চিত্তরঞ্জন পাহান, ধানজুড়ি ধর্মপল্লীর সহকারী পাল পুরোহিত ফাদার রতন মুর্মু, ফ্রেন্ডশিপ যুব সংগঠনের সভাপতি স্যামশন হেম্ব্রম, সাধারণ সম্পাদক প্রদীপ মার্ডি, আদিবাসী পারগানা সামুয়েল মার্ডি, ইউপি সদস্যা শীতলী রানী পাহান, ইউপি সদস্য ফ্লাবিয়াস হেম্ব্রম প্রমূখ।
টুর্ণামেন্টে ১৬টি দল অংশ গ্রহণ করছে এবং উদ্বোধনী খেলায় ০-৩ গোলে সেতাবগঞ্জ দল বিজয়ী হয়েছে।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স