ঢাকা , বৃহস্পতিবার, ০৯ অক্টোবর ২০২৫ , ২৪ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

রাজশাহীতে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উদযাপিত

মাসুদ রানা রাব্বানী
আপডেট সময় : ২০২৫-০৯-২৮ ২১:০৭:৫৩
রাজশাহীতে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উদযাপিত রাজশাহীতে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উদযাপিত

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:

পরিবেশের তথ্য ডিজিটাল যুগে হোক সুরক্ষিত এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ রাজশাহীতে উদযাপিত হয়েছে, আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস। দিবসটি উপলক্ষে রবিবার (২৮ সেপ্টেম্বর) সকালে রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলা প্রশাসনের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে পাওয়ার পয়েন্ট উপস্থাপনার মাধ্যমে তথ্য অধিকার আইনের বিকাশ এবং বাংলাদেশে তথ্য অধিকার আইন চর্চার গতিপ্রকৃতি তুলে ধরেন আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার মো. তৌহিদুজ্জামান। অতিরিক্ত জেলা প্রশাসক মো. মহিনুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন জেলা তথ্য অফিসের উপপরিচালক নাফেয়ালা নাসরিন, পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসার লিয়াকত সালমান, টিআইবির রাজশাহী প্রতিনিধি মো. মনিরুল হক প্রমুখ।

অনুষ্ঠানে বক্তাগণ নাগরিকদের চাহিদার প্রেক্ষিতে তথ্য প্রদানের পাশাপাশি স্বপ্রণোদিত তথ্য প্রকাশের ওপর গুরুত্বারোপ করেন। আলোচনা সভায় উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীগণ।


 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ