ঢাকা , বৃহস্পতিবার, ০৯ অক্টোবর ২০২৫ , ২৪ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

পুজোর নির্যাস পুজোর গানেই : বিজয় সরকার৷


আপডেট সময় : ২০২৫-০৯-২৮ ১৪:০৩:২৭
পুজোর নির্যাস পুজোর গানেই : বিজয় সরকার৷ পুজোর নির্যাস পুজোর গানেই : বিজয় সরকার৷
বিনোদন প্রতিবেদক
দুর্গাপুজো মানেই নতুন গান। পুজো নিয়ে গানের আলাদা চাহিদা থাকে বাজারে। শিল্পীদের গানে সেজে ওঠে শারদোৎসব। এবারে পুজোয় নতুন গান নিয়ে এসেছেন হাওরের বিশিষ্ট সঙ্গীতজ্ঞ  সুনামগঞ্জ, শাল্লা'র বিজয় সরকার। 


তাঁর এই নতুন মৌলিক গান ‘আদ্যাশক্তি মহামায়া ব্রহ্মময়য়ী মা" গানটি মুক্তি পেয়েছে বিজয় সরকারের অফিসিয়াল ফেসবুক পেজ "বিজয় সরকার সুনামগঞ্জ" -এ। গানটি দুর্গাপুজোর আনন্দ ও আবেগকে আরও বাড়িয়ে তুলেছে। গানটির কথা, সুর এবং কণ্ঠ সম্পূর্ণ বিজয় সরকারের নিজস্ব সৃষ্টি।


বিজয় সরকার জানিয়েছেন; "আদ্যাশক্তি মহামায়া ব্রহ্মময়য়ী মা" কেবল একটি গান নয়, এটি বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোর আগমনী বার্তাকে এক নতুন মাত্রায় প্রকাশ করার প্রয়াস। উৎসবের আনন্দ, আবেগ এবং মায়ের আগমন  সবকিছুই এই গানে মিশে আছে। আমি চাই, শ্রোতারা যেন এই গান শুনে উৎসবের আনন্দে ভেসে যান।”


বিজয় সরকারের সঙ্গীতজীবন বরাবরই বহুমাত্রিক। আধুনিক, লোকসঙ্গীত, ভক্তিমূলক প্রতিটি ধারায় তাঁর গায়কি প্রশংসিত হয়েছে। সাম্প্রতিক সময়ে তাঁর একাধিক মৌলিক গান শ্রোতাদের মন ছুঁয়েছে, তৈরি করেছে বিশেষ পরিচিতিও। সঙ্গীতপ্রেমীদের আশা সত্য করে "আদ্যাশক্তি মহামায়া ব্রহ্মময়য়ী মা" পুজোর আগমনী আবহে এক অনন্য রঙ ছড়িয়ে দিয়েছে।


 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ