ঢাকা , বৃহস্পতিবার, ০৯ অক্টোবর ২০২৫ , ২৪ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

গনমাধ্যমের স্বাধীনতা থাকলে দেশে ফ্যাসিস্টের জন্ম হতো না : মামুন মাহমুদ

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৫-০৯-২৭ ২২:১৬:০০
গনমাধ্যমের স্বাধীনতা থাকলে দেশে ফ্যাসিস্টের জন্ম হতো না : মামুন মাহমুদ গনমাধ্যমের স্বাধীনতা থাকলে দেশে ফ্যাসিস্টের জন্ম হতো না : মামুন মাহমুদ

নিজস্ব সংবাদদাতা: 
নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক মামুন মাহমুদ বলেছেন, গনমাধ্যমের স্বাধীনতা থাকলে দেশে ফ্যাসিস্টের জন্ম হতো না। গত ১৫ বছরে গনমাধ্যমকে জিম্মি করে খুনি হাসিনা জনগনের গলাটিপে রাষ্ট্রকে ধ্বংস করে দিয়েছে।



শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকালে সিদ্ধিরগঞ্জ থানাধীন আদমজীতে নাভানা ফুড প্যারাডাইস চাইনিজ রেস্টুরেন্ট দৈনিক আজকের দর্পন পত্রিকার ১১তম প্রতিষ্ঠা বার্ষিকীতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


মামুন মাহমুদ আরও বলেছেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গনমাধ্যমসহ রাষ্ট্র পরিচালনায় ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে সকল নেতাকর্মীদের নির্দেশনা দিয়েছেন। সেই নির্দেশনা মেনে সারাদেশের নেতাকর্মী জনগনের কাছে যাচ্ছেন। 


‘দৈনিক আজকের দর্পণ’ পত্রিকার নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি মো: মিরাজ হোসেন টিপু সভাপতিত্বে ও মাই টিভি ও দৈনিক নিরপেক্ষ'র নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি আবদুল্লাহ আল মামুন এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য উকিল উদ্দিন ভূঁইয়া, নারায়ণগঞ্জ মহনগরের যুবদলের যুগ্ম আহবায়ক আকতারুজ্জামান মৃধা,‌ জেলার সাবেক ছাত্রদল সভাপতি রাকিবুর রহমান সাগর, সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক খন্দকার আল মামুন, নাসিক ৭ নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতির খোরশেদ আলম, বিএনপি নেতা দুলাল, তরুণ দল নেতা আব্দুল্লাহ আল শিপন, এশিয়ান টেলিভিশনের স্টাফ রিপোর্টার মোঃ ফারুক হোসেন, আজকের বিজনেস বাংলাদেশ, এসকে মাসুদ রানা, দেশ বর্তমান পত্রিকার মোঃ সোহাগ, ব্যবসায়ী মুন্না ফরাজিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা ও বিভিন্ন প্রিন্ট-ইলেট্রনিক মিডিয়ায় কর্মরত গনমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।


 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ